Bengali | Edited by Sumana Chakraborty | Wednesday November 6, 2019
WhatsApp Fingerprint Lock: WhatsApp-এ প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন বৈশিষ্ঠ আপডেট হতে থাকে। কিন্তু অ্যাপ অত্যাধুনিক হওয়ার সাথে সাথে মাথায় আসে এক জটিল চিন্তা, সেটিকে সুরক্ষিত রাখার চিন্তা। আজকাল প্রায় সকলের হাতেই স্মার্টফোন। স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে কিভাবে সমস্ত ডেটা সুরক্ষিত রাখা যায়, মানুষের মাথায় এসেছে সেই চিন্তা। কাউর হাতে ফোন গেলে, সে হয়তো আপনার ব্যক্তিগত কোনো ফটো বা ভিডিও দেখে নিল, এই চিন্তা প্রায় সকলের মাথাতেই আছে। তবে মোবাইলের সমস্ত বৈশিষ্ঠ একদিকে আর হোয়াটসঅ্যাপ চ্যাটিং (WhatsApp Chats) আর একদিকে। অবশ্য আর এই নিয়ে আর টেনশন করার কিছু নেই, TikTok-এর ভাইরাল ভিডিও দূর করবে আপনার টেনশন। এবার থেকে Fingerprint Lock-এর জন্য আপনাকে আর কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হবে না। এখন থেকে WhatsApp-এ Fingerprint Lock-এর জন্য একটা সেন্সর বোঝাই যথেষ্ট।
www.ndtv.com/bengali