Bengali | Edited by Indrani Halder | Monday March 30, 2020
গোটা বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস। এই রোগ (Coronavirus) মহামারীর আকারে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। অসংখ্য মানুষের প্রাণ তো যাচ্ছেই, পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি। এই রাক্ষুসে ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি পৃথিবীর অন্যতম উন্নত দেশ জার্মানিও। সেদেশে (Germany) ৫০ হাজারেরও বেশি মানুষজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যেই ৪০০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ওই মারণ রোগ। আতঙ্কের কারণে একরকম স্তব্ধ জার্মানির ব্যবসায়িক বিনিয়োগ সহ সামগ্রিক বাণিজ্যিক লেনদেনও। এই সব দেখে শুনে আর চাপ নিতে পারেননি জার্মানির অর্থমন্ত্রী থমাস শেফার, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
www.ndtv.com/bengali