Bengali | Reported by Mariyam Alavi, Edited by Biswadip Dey | Thursday February 20, 2020
দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Election 2020) আগে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (AI Technology) ব্যবহার করে তৈরি করা দু’টি ‘ডিপ ফেক ভিডিও’ (Deepfake Video) ব্যবহার করেছিল বিজেপি। দু’টি ভিডিওতে দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারিকে (Manoj Tiwari) দু’টি আলাদা ভাষায় কথা বলতে শোনা গিয়েছে। দু’টি ভিডিও দু’টি ভিন্ন ধাঁচের ভোটার গ্রুপের জন্য বানানো হয়েছে। এই ধরনের ভিডিও তৈরি করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নকল ভিডিও বানিয়ে তোলা যায়, যাকে দেখে অবিকল আসল বলে মনে হয়। এই ধরনের ভিডিওয় বক্তার মুখে আলাদা কথাও বসিয়ে দেওয়া যায়!
www.ndtv.com/bengali