দৃঢ় অভিনয় ক্ষমতার জোরে বলিউডের অন্যতম প্রিয় পাত্র ভিকি কৌশল

স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েকদিন বাকি, তার ঠিক আগেই বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল চললেন অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে, সেখানে তিনি দেখা করবেন ভারতীয় সেনাদের সাথে, তিনি মনে করেন ইটা তাঁর জন্য খুবই আনন্দ ও গর্ভের মুহূর্ত। তাঁর প্রিয় সহ অভিনেতা হিসাবে তিনি রণবীর কাপুরকেই বেছে নিয়েছেন। 'মন মর্জিয়ায়' তাঁর অভিনীত চরিত্রটির সাথে ব্যক্তিগত ভাবে তাঁর অনেক মিল আছে , এমনটাই জানিয়েছেন তিনি। একথা বলতে গিয়ে, তিনি জানিয়েছেন, তাঁর সামনে পাজ্ঞাবী গান চালিয়ে দিলে তিনি ঠিক তেমনি হয়ে যাবেন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো রকম আশা ছাড়াই তিনি নিজের কাজ করে যাচ্ছেন।

Related Videos