শবরিমালা নিয়ে আজ থেকে আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

PUBLISHED ON: February 6, 2019 | Duration: 1 min, 53 sec

facebooktwitteremailkoo
loading..
গত সেপ্টেম্বরে এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলারা প্রবেশ করতে পারবেন। এতদিন ঋতুমতী মহিলারা ওই মন্দিরে প্রবেশ করতে পারতেন না। এই রায় আসার পর বেশ কয়েকজন মহিলা ভেতরে প্রবেশ করেন। এতে ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে বলে দাবি করে কয়েকটি হিন্দু সংগঠন। নিজেদের দাবিকে সামনে রেখে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই সংগঠনগুলি। আজ তাদের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি শুনবে।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com