কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন

Updated: April 04, 2019 18:18 IST

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবার উত্তর প্রদেশের অমেঠি ছাড়াও কেরলের ওয়ানড থেকে নির্বাচনে লড়ছেন। বৃহস্পতিবার রাহুল গান্ধী ওয়ানড জেলার কালেক্টরের অফিসে গিয়ে নিজের নামাঙ্কন পত্র জমা করেছেন। তাঁর সাথে এই উপলক্ষে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও দেখা যায়। বিরোধীরা বলছে, আমেঠিতে রাহুলের অবস্থা এবার ভালো না হওয়ার জন্যই তিনি কেরলের পথে পা বাড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়ানড কংগ্রেসের জন্য সুরক্ষিত আসন।

কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে সকালে ওয়ানডে পৌঁছান
কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
ওয়ানডের কালেক্টরের অফিসার বাইরে বহু সমর্থকদের ভিড় দেখা যায়।
কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
ওয়ানডের কালেক্টরের হাতেই নিজের মনোনয়ন পত্র জমা করেন রাহুল গান্ধী।প্রিয়াঙ্কা ছাড়াও পার্টির বহু গণ্যমান্য ব্যক্তিত্ব সেখানে উপস্থিত ছিলেন।
কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
মনোনয়ন পত্র জমা করার পরে রোড শো করেন রাহুল ও প্রিয়াঙ্কা
কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবার উত্তর প্রদেশের অমেঠি ছাড়াও কেরলের ওয়ানড থেকে নির্বাচনে লড়ছেন। বিরোধীরা বলছে, আমেঠিতে রাহুলের অবস্থা এবার ভালো না হওয়ার জন্যই তিনি কেরলের পথে পা বাড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়ানড কংগ্রেসের জন্য সুরক্ষিত আসন।
কংগ্রেসের সভাপতি ওয়ানড লোকসভা আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন
সেখানকার লোকেরা রাহুল ও প্রিয়াঙ্কাকে সাদরে স্বাগত জানিয়েছে। রাহুল উৎসাহী জনতার সাথে হাতে হাত মেলান।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com