ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?

Updated: April 05, 2020 21:55 IST

প্রায় সমগ্র পৃথিবীই করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে এবং ভারতেও এর প্রভাব ক্রমশ বাড়ছে। এই মহামারীর বিরুদ্ধে এককাট্টা হতে এবং দেশের জন্য মঙ্গল কামনায় প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালানোর জন্য আবেদন করেছিলেন। মোদির ডাকে সারা দিয়ে কেমন আলোকময় হল দেশ, দেখুন ছবি ...

ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
মোমবাতি, প্রদীপ ছাড়াও অনেকেই বাড়ির বাইরে টর্চ বা ফোনের ফ্ল্যাশ লাইটও জ্বালিয়ে রাখেন।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
বিভিন্ন আবাসনে রোব্বারের দৃশ্যটা ছিল এমনই।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
আলো জ্বালাতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও! প্রদীপ জ্বালিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
আলো জ্বালালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
আলো জ্বালিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
সস্ত্রীক প্রদীপ জ্বালান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিও অংশ নেন এই আলোক প্রজ্জ্বলনে।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
সপরিবার প্রদীপ জ্বালিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
করোনাভাইরাস সংকট থেকে মুক্তি পেতে দেশের মঙ্গলকামনায় মোমবাতি এবং প্রদীপ জ্বালানোর আবেদন করেন মোদি। নরেন্দ্র মোদিও মা'ও গুজরাত নিজের বাড়িতে প্রদীপ জ্বলান।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
দক্ষিণি সিনেমার সুপারস্টার রজনীকান্তও মোমবাতি জ্বালান, সেই ছবি শেয়ারও করেছেন তিনি।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
দেশবাসীকে রাত্রি ৯ টায় ৯ মিনিট মোমবাতি, প্রদীপ জ্বালানোর আহ্বান জানান মোদি। নিজেও তিনি প্রদীপ জ্বালিয়েছেন।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
প্রদীপ জ্বালিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
মোদির ডাকে সাড়া দিয়ে আলো জ্বালালেন অক্ষয় কুমার
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
আরএসএস প্রধান মোহন ভাগবতও প্রদীপ জ্বালান।
ছবিতে দেখুন: মোদির মা থেকে শুরু করে রজনীকান্ত, আরএসএস প্রধান! কোন নেতারা জ্বালালেন মোমবাতি?
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও প্রদীপ জ্বালান। তিনি নিজের পুরো পরিবারের সঙ্গে রাষ্ট্রপতি ভবনের বাইরে ৯ মিনিট দাঁড়িয়ে ছিলেন।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com