প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন

Updated: February 18, 2020 11:58 IST

দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন এই অভিনেতা। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম তাপস পালের। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের।
প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘সাহেব', ‘অনুরাগের ছোঁয়া', ‘পারাবত প্রিয়া', ‘ভালোবাসা ভালোবাসা'। ‘সাহেব' ছবির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তাপস।
প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন ‘অবোধ' ছবিতে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের হাতে ধরা পড়েন
প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন এই অভিনেতা। কথা বলা ও চলা-ফেরায় সমস্যা ছিল।
প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন।
প্রয়াত তাপস পাল! ছবিতে স্মরণে অভিনেতা রাজনীতিবিদের জীবন
৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে ফের অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টে ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com