সিবিআই বিতর্কে এবার নয়া মোড়। সিবিআইয়ের শীর্ষ স্থানীয় ও দ্বিতীয় শীর্ষ স্থানীয় দুই অফিসারের মধ্যেকার অভিযোগ-প্রত্যাভিযোগের পরে যে অন্তর্কলহ সামনে এসেছে, তাতে রাজনৈতিক দলগুলোও আক্রমণের সুযোগ নিয়েছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক দীর্ঘকালীন ছুটিতে পাঠানো CBI এর বিশেষ পরিচালক রাকেশ অস্থানার বিরুদ্ধে আরও একবার গুরুতর অভিযোগ উত্থাপিত হচ্ছে। এই বার না তো তাঁর উপরে CBI পরিচালক আলোক ভর্মা অভিযোগ এনেছেন, না তো সিবিআইয়ের অন্য কোনও অফিসার। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বিশেষ পরিচালক রাকেশ অস্থানার বিরুদ্ধে বিহারের সৃজন দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন।