বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সংঘে এই বছর দেবী দুর্গা বঙ্গাসুর বধ করতে মর্ত্যে নেমে এসেছেন। সমাজের অশুভ শক্তি বিনাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে মা হাতে অস্ত্র তুলে নিয়েছেন। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী ও পরিজা কর্মকারের সঙ্গে ঘুরে দেখে নিন।