পিতৃ তর্পণ দিয়ে শুরু হল দেবীপক্ষ। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় হল তর্পণ। সকাল এগারোটার কিছু আগে শুরু হয় তর্পণ। কিন্তু ভীড় জমতে শুরু করে অনেক আগে থেকেই। অনেকে শুধু দেখতে এলেন। কেউ বা শুধুই ছবি তুলতে। গঙ্গার এ ঘাট থেকে ও ঘাট ঘুরে সেই ছবিই তুলে ধরল NDTV বাংলা।