পুজো মানে কি শুধুই ঠাকুর দেখা? এখন দূর্গা পূজা শপিং চলছে এখন জোরকদমে ! তার আগে শপিং তো আসল পুজোর বড় ইভেন্ট। পুজোর বোনাস সাথে নিয়ে বাজারে বেরিয়ে পড়া আর প্যান্ডেল হোপিংয়ের মতো দোকান দোকান ঘুরে বাড়ির সকলের জন্য সারি , ,জামা জিন্স টপ কুর্তি কেনা চলছে লাস্ট মিনিটে! আর সাথে একটু পেট পুজো। দেখুন তার এক ছোট্ট ঝলক।