বিদেশ যাত্রার অনুমতি পেলেন পি চিদম্বরমের পুত্র

PUBLISHED ON: January 30, 2019 | Duration: 4 min, 08 sec

facebooktwitteremailkoo
loading..
সুপ্রিম কোর্ট আজ প্রাক্তন অর্থমন্ত্রীর পুত্র কার্টি চিদম্বরমকে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে তবে তাঁকে সতর্ক করে দিয়েছে যে, তিনি যদি এয়ারসেল-ম্যাক্সিস মামলার তদন্তকারী সংস্থার সহযোগিতা না করেন তবে আদালত পদক্ষেপ নিতে বাধ্য হবে। কার্টি চিদাম্বরম ও তাঁর বাবা পি চিদাম্বরম এই মামলায় অভিযুক্ত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈই কার্টি চিদাম্বরমকে বলেন, "আপনি যেখানে চান সেখানে যেতে পারেন, আপনি যা চান তা করতে পারেন তবে আইনের সাথে খেলবেন না। যদি অসহযোগিতে করেন আমরা ছেড়ে দেব না।" জিজ্ঞাসাবাদের জন্য ৫, ৬, ৭ ও ১২ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে কার্টি চিদাম্বরমকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিদেশে ভ্রমণের শর্ত হিসেবে সুপ্রিম কোর্টের কাছে তাঁকে ১০ কোটি টাকা জমাও দিতে হবে। একটি টেনিস টুর্নামেন্টের জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাসে ব্রিটিশ যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ফ্রান্স ভ্রমণের জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিলেন কার্টি চিদাম্বরম।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com