রবীশ কুমারের প্রাইম টাইম: মহুয়া মৈত্র কেন বিশ্বাসযোগ্যতা শেষ করার চেষ্টা করছেন?

PUBLISHED ON: July 4, 2019 | Duration: 5 min, 02 sec

facebooktwitteremailkoo
loading..
তৃণমূলের কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বেশ আলোড়ণের সৃষ্টি হয়। কিন্তু পরে জানা যাযা যে, ওই ভাষণ তিনি কোনো জায়গা থেকে চুরি করেছিলেন। এই নাটক শুরু হয়েছিল টুইট থেকে। পরে জানা যায় যে, তিনি মার্টিন লংম্যানেই লেখা থেকে নিজের ভাষণ চুরি করেছিলেন। এরপর টিবির ভাষ্যকাররাও কাজ করেন। আজ মার্টিন লংম্যান নিজে টুইট করে জানিয়েছেন যে, আমি ভারতে খুবই বিখ্যাত হয়ে উঠেছি। কারণ একজন নেতার ওপর মিথ্যা অভিযোগ করা হয়েছে যে, তিনি নাকি আমার লেখা চুরি করেছেন। বিষয়টি বেশ মজাদার। কিন্তু ডানপন্থী মূর্খরা সব দেশে একই রকম। মহুয়া মৈত্রের ভাষণকে জনপ্রিয় করার তাগিদে তার বিশ্বাসযোগ্যতাই হারিয়ে ফেলেছে। এখন কেউই একথা বল না যে, ওয়াশিংটনের মার্টিন তার কথাকে সত্য বলেছেন।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com