Election 2019

Sponsors

বিয়ের মণ্ডপ থেকেই সোজা ভোটকেন্দ্রে পৌঁছলেন নবদম্পতি

PUBLISHED ON: April 18, 2019 | Duration: 1 min, 03 sec

  
loading..
জম্মু-কাশ্মীরের উধমপুরে এক সদ্য বিবাহিত দম্পতিকে দেখা গেল ভোটদান কেন্দ্রে। বিয়ে শেষ করে সেই বিয়ের পোশাকেই মণ্ডপ থেকে তারা সোজা পৌঁছে যান ভোটদান কেন্দ্রে। আর সেই ছবি ও ভিডিও দেখে আপ্লুত দেশবাসী। টুইটারেও প্রশংসা বাক্যে ছেয়ে গিয়েছে। সদ্য বিয়ে সেরে আসা বর বলেন, ‘‘বিয়ের জন্য যখন তিন দিন সময় আমরা বার করি তখন ভোট দেওয়ার জন্য ১০টা মিনিট তো বার করাই যায়।’’ তিনি হাসতে বলেন, অতিথিরা যারা আসবেন তারা খেয়েই যাবেন, না হয় এক ঘণ্টা দেরিতে মণ্ডপে পৌঁছবেন, তবে এ সব কিছুর থেকে বেশি জরুরি ভোটদান। কারণ এটাই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আগামী পাঁচ বছর আমাদের দেশ কী ভাবে চলবে।’’ নতুন বউও বলেন, ‘‘ভোট আমাদের অধিকার। তাই দেশের উন্নতির জন্য আমাদের প্রত্যেকের ভোট দেওয়া উচিত।’’

সাম্প্রতিক ভিডিও

................... Advertisement ...................
................... Advertisement ...................