দক্ষিণ কাশ্মীরে নির্বাচনী প্রচারে বিজেপি-কে একহাত নিলেন গুলাম নবী আজাদ

PUBLISHED ON: April 17, 2019 | Duration: 2 min, 21 sec

facebooktwitteremailkoo
loading..
কাশ্মীরের সামরিক ভিত্তি অনন্তনাগে প্রচার সারলেন কংগ্রেসের গুলাম নবী আজাদ। এটি একটি সংবেদনশীল কেন্দ্র। এখানে নির্বাচন হবে তিনটি পর্যায়ে। তিনি বিজেপি ও নরেন্দ্র মোদীকে একহাত নিয়ে বলেন, তারা সংবিধানের বিরোধিতা করছেন। ভোট পাওয়ার জন্য সমাজে বিভাজন সৃষ্টি করছেন। আজাদকে জিজ্ঞাসা করা হয়েছিল দক্ষিণ কাশ্মীরে প্রচার কতটা কঠিন, বিশেষ করে পুলওয়ামার মতো এলাকায়, যেখানে সামরিক ক্ষোভ সৃষ্টির আশঙ্কা রয়েছে? তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মের জন্যই হয়েছে। কারণ ২০১৪ পর্যন্ত যত দিন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন আমি এখানে মুখ্যমন্ত্রী ছিলাম। সেই সময়ে সামরিক কোনও উত্তেজনা ছিল না। পরিস্থিতিকে এখন আগের তুলনায় খারাপ করে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছিল, এই অঞ্চলটা এতটাই সংবেদনশীল যে একটা নির্বাচনকে তিনটে পর্যায়ে ভাগ করতে হয়েছে। তাতেই কি এই অঞ্চলের পরিস্থিতির গুরুত্ব বোঝা যায়? উত্তরে তিনি বলেন, এর থেকেই বর্তমান সরকারের অক্ষমতা স্পষ্ট হচ্ছে। কারণ ২০০৯ সালে আমি ক্ষমতায় থাকাকালীন এই অঞ্চলকে সামরিক মিলিট্যান্সি মুক্ত বলে ঘোষণা করেছিলাম। তার অভিযোগ ভারতীয় জনতা পার্টি সংসদীয় কাঠামোয় বিশ্বাসী নয়।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com