আজ অযোধ্যা মন্দির মামলার সিদ্ধান্ত

PUBLISHED ON: January 10, 2019 | Duration: 3 min, 18 sec

facebooktwitteremailkoo
loading..
ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ আজ অযোধ্যা মন্দির-মসজিদ মামলার শুনানি করবে। এই বেঞ্চে আরো চারজন বিচারপতি বিচারপতি এসএ ববদে, বিচারপতি এনভি রামনা, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ও রয়েছেন। এখন বড় প্রশ্ন হচ্ছে, এই মামলার রায় লোকসভা নির্বাচনের আগে আসবে না পরে। সুপ্রিম কোর্ট যদি আজ প্রতি দিনে বা ঘন ঘন শুনানির ভিত্তিতে সিদ্ধান্ত নেয় তবে লোকসভা নির্বাচনের আগে এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব পেশ করার জন্য যারা অপেক্ষা করছেন তাঁদের জন্য এটি বেশ উল্লেখযোগ্য। বিজেপির পক্ষে, এই মামলার প্রাথমিক শুনানিটি রাজনৈতিকভাবে সুখবর হবে। ছয় দশক ধরে মুলতুবি রয়েছে এই মামলার সিদ্ধান্ত। ক্ষমতাসীন বিজেপি ও তার কয়েকজন সহযোগী ও ডানপন্থী দলগুলি একটি বিশেষ নির্বাহী আদেশ বা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল ওই স্থানে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে নির্মাণের ঘোষণা করতে। গত বছর, শীর্ষ আদালত মামলার প্রাথমিক শুনানি প্রত্যাখ্যান করে।

সাম্প্রতিক ভিডিও

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com