কলকাতার অন্যতম সেরা পুজো মহম্মদ আলি পার্কের পুজো। কলকাতায় প্রথম থিম পুজোর প্রচলন হয় মহম্মদ আলি পার্কের হাত ধরেই। এই বছর পঞ্চাশ বছরে পা রাখল এই বিখ্যাত পুজো। এই বছরের থিম তৈরি হয়েছে চিতোরের রানী পদ্মাবতীর দুর্গের আদলে। উদ্বোধনের আগেই ঘুরে দেখে এলেন NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচী।