সেলিমপুর পল্লী এবছর আপনাদের জন্য নিয়ে এসেছে পুজোর সাথে জন্ম-জন্মান্তরের সম্পর্কের মেলবন্ধন।পারিবারিক, প্রাকৃতিক বা ঐশ্বরিক নানা সম্পর্কের স্মৃতি নিয়ে তৈরি হয়েছে 2018 –এর পুজোর থিম। NDTV বাংলার প্রতিনিধি সূর্যেন্দ্র বাগচীর সঙ্গে ঘুরে দেখে নিন তাঁদের এবছরের থিম জন্মান্তর।