ন্যূনতম ব্যালেন্স ছাড়াই খোলা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ধরনের অ্যাকাউন্টকে বলা হয়, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোসিট অ্যাকাউন্ট ( বিসিবিডি)। এসবিআই ও এইচডিএফসি- এই দুটি ব্যাঙ্কে মেলে এমন সুবিধা। অন্য অ্যাকাউন্টের মতো এখানেও ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো অন্য সুবিধা পাওয়া যায়।
এখন দেখে নিন এই দুটি ব্যাঙ্ক বিসিবিডি-র পরিষেবা কীভাবে দেয়?
এইচডিএফসি ব্যাঙ্ক
গোটা দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত শাখায় রয়েছে এই সুবিধা। এর সঙ্গে রুপে কার্ডও দেয় এইচডিএফসি।
আকাউন্টের সঙ্গে পাওয়া সুবিধা গুলি হল-
- গ্রাহকরা লকার ব্যবহার করতে পারবেন।
- গ্রাহকদের বিনা খরচে পাসবুকও দেওয়া হবে। তাছড়া টাকা জমা দিতে বা তুলে নিতেও হবে না কোনও বাড়তি খরচ।
- ব্যাঙ্কের দেওয়া তথ্য বলছে এটিএম কার্ড থেকে শুরু করে আরটিজিএস এবং নেফটের মতো সুবিধাও পাবেন এই সমস্ত অ্যাকাউন্টের গ্রাহকরা। মাসে চার বারের বেসি লেনদেন হয়ে গেল এটি সাধারণ সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে কিন্ত সঙ্গে থাকা কোনও সুবিধাই ব্যাঙ্ক প্রত্যাহার করে নেবে না।
- এর সঙ্গে আজীবন বিনা খরচে বিল মেটানোর সুযোগও পাবেন গ্রাহকরা। তাছাড়া ইমেলে স্টেটমেন্টও পাওয়া যাবে বিনা পয়সায় ।
- নেট ব্যাঙ্কিং থেকে শুরু করে ফোন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংও করতে পারবেন গ্রাহকরা।
Interest rates of HDFC Bank's Zero Balance Savings Account (BSBD):
Savings Bank balance | Interest Rate at present | Revised Rate w.e.f 19th August, 2017 |
---|---|---|
Rs. 50 lakh and above | 4% | 4% (unchanged) |
Below Rs.50 lakh | 4% | 3.50% |
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
স্টেট ব্যাঙ্ক যৌথভাবেও এ ধরনের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।
জেনে নিন সুবিধাগুলি
- ডেবিট কার্ডের সঙ্গেই রুপে কার্ড পান এসবিআইয়ের গ্রাহকরা ।
2. নেফট বা আরটিজিএসের মতো পদ্ধতি ব্যবহার করে টাকা পাঠালে বা গ্রহণ করলে ব্যাঙ্ক কোনও টাকা নেয় না ।
3. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দেওয়া চেক জমা করতে কোনও খরচ লাগে না। একই ভাবে দুই সরকারের দেওয়া চেক ভাঙানোও যায় বিনামূল্যে।
4. অনেক দিন ব্যবহার হয় না এমন আকাউন্টকে ফের চালু করতেও লাগে না কোনও খরচ।
5. সব মিলিয়ে মাসে চার বার টাকা তোলা যায়।
Interest rates of SBI's Zero Balance Savings Account (BSBD):
Particulars | Rate of Interest |
---|---|
Saving Deposits Balance upto Rs. 1 crore. | 3.50% p.a |
Saving Deposits Balance above Rs. 1 crore. | 4.00% p.a |
এখন ডিজিটাল জিরো ব্যালেন্স আকাউন্টও খোলা যায়।
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube