Profit

জুলাই মাসে পাইকারি মুদ্রাস্ফিতি কিছুটা কমল

জুন  মাসে মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল 5.77  শতাংশ।  সেটা জুলাই মাসে কমে হল 5.09 শতাংশ।

 Share
EMAIL
PRINT
COMMENTS
জুলাই মাসে পাইকারি মুদ্রাস্ফিতি কিছুটা কমল

জুন মাসে সূচক যেখানে উঠেছিল সেটা ছিল বছর দেড়েকের মধ্যে সবচেয়ে বেশি।


পাইকারি মুদ্রাস্ফিতি কিছুটা কমল। জুন  মাসে মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল 5.77  শতাংশ।  সেটা জুলাই মাসে কমে হল 5.09 শতাংশ। জুন মাসে সূচক যেখানে উঠেছিল সেটা ছিল বছর দেড়েকের মধ্যে সবচেয়ে বেশি।

জুলাইতে   নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর মুদ্রাস্ফিতির পরিমাণ ছিল 1.73 শতাংশ। এটাই  গত বছর জুলাই মাসে ছিল 0.61 শতাংশ। একই সঙ্গে  খাদ্যপণ্যের  মুদ্রাস্ফিতিও  কমেছে। আগের বছর যেটা ছিল  2.35 শতাংশ সেটা এখন কমে হয়েছে  2.16 শতাংশ।                     

জুলাই  মাসে সামগ্রিক ভাবে  পাইকারি মুদ্রাস্ফিতি কমার মূল কারণ খাদ্য দ্রব্য সস্তা হওয়া।  সবজি থেকে শুরু করে ফলের দাম বেশ কিছুটা নেমেছে। শতাংশের হিসেবে পরিমাণটা 8.81 শতাংশ। গত মাসে এটাই 3.87 শতাংশ বেড়েছিল।

খাদ্য দ্রব্যের ব্যাপারে স্বস্তি পাওয়ায় গেলেও জ্বালানির বাজার বেশ চড়া ছিল। জুনে এই পরিমাণটা ছিল 16.18 শতাংশ। আর জুলাইতে হল 18.10 শতাংশ।  শুধু পেট্রলের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ 20.75 শতাংশ। এর থেকে  একটা বিষয় স্পষ্ট এখনই সুদের হার বাড়াবে না  দেশের শীর্ষ ব্যাঙ্ক।

 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top