Profit

জিও মোবাইলে হোয়াটস অ্যাপ!

রিলায়েন্স জিও-র মোবাইলেও এখন থেকে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাবে।

 Share
EMAIL
PRINT
COMMENTS
জিও মোবাইলে হোয়াটস অ্যাপ!

WhatsApp on JioPhone: গ্রাহকদের জন্য বিশেষ হেল্প লাইন নম্বর- 1991 চালু হয়েছে।


রিলায়েন্স জিও-র মোবাইলেও এখন থেকে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাবে। দেশের সব জায়গাতেই মিলবে এই সুবিধা। এই অ্যাপ যাতে ব্যবহার করা যায় তার জন্য প্রযুক্তিগত উন্নতিও ঘটিয়েছে জিও। আর হোয়টস অ্যাপ থাকা মানেই ছবি থেকে শুরু করে ভিডিয়ো পাঠানো যাবে অতি সহজেই । পাশাপাশি হোয়াটস অ্যাপে কল রেকর্ড করা এবং ভয়েস মেসেজ পাঠানো যাবে। 

জিও ফোনে হোয়াটস অ্যাপ  ডাউনলোড করবেন কী করে?

এই মেসেজিং অ্যাপে গিয়ে  নম্বর ভেরিভাই করে নিতে হবে সবার আগে। আর তারপরই চালু হয়ে যাবে অ্যাপ। এখন জিও ফোনের অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করা যাচ্ছে  হোয়াটস অ্যাপ। আর কয়েকদিনের মধ্যে এমন ব্যবস্থা হবে যাতে সব জিও গ্রাহকের কাছেই পৌঁছে যায় হোয়াটস অ্যাপ।   

জিও গ্রাহকদের জন্য হেল্প লাইন  

গ্রাহকদের জন্য বিশেষ হেল্প লাইন নম্বর-     1991 চালু হয়েছে। এখানে ফোন করে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর পাওয়া যাবে।   

এই ব্যবস্থার ফলে লাখ লাখ জিও ফোনের গ্রাহক হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন অ্যাপের ভিপি ক্রিস ডালিয়েল। আর এই বিষয়টি করতে সাহায্য করার জন্য ফেসবুক এবং হোয়াটস অ্যাপকে ধন্যবাদ জানিয়েছন রিলায়েন্সের অন্যতম কর্তা  আকাশ আম্বানি।                 

2017 সালের অগাস্ট মাসে বাজারে এসেছিল জিও ফোন ওয়ান এবং তারপরে আসে জিও ফোন দুই।

 ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top