This Article is From Oct 09, 2018

আম্রপালির তিন অধিকর্তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

রিয়েল এস্টেট সংস্থা আম্রপালির তিন অধিকর্তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আম্রপালির তিন অধিকর্তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

42 হাজার ক্রেতাকে নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করায় মামলা শুরুর হয়েছে।

হাইলাইটস

  • বিচারপতিরা জানালেন, অধিকর্তারা আদাতের সঙ্গে লুকোচুরি খেলছেন
  • 42 হাজার ক্রেতাকে নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করায় মামলা শুরুর হয়
  • কয়েকটি রাজ্যের পুলিশকে মধ্যে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছে আদালত

রিয়েল এস্টেট সংস্থা আম্রপালির তিন অধিকর্তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নির্দেশ  দিয়ে বিচারপতিরা জানালেন, আম্রপালির  অধিকর্তারা  আদাতের সঙ্গে লুকোচুরি খেলছেন। আর তাই আম্রপালি গোষ্ঠীর তিন অধিকর্তা অনীল কুমার শর্মা, শিব প্রিয়া এবং অজয় কুমারকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত মাসে শুনানির সময়  আদালত জানায় এই গোষ্ঠীর সম্পত্তির হিসেব কররা নির্দেশ দেয়। পাশাপাশি ফরেনসিক অডিটও করতে বলে।

42 হাজার ক্রেতাকে নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করায় মামলা শুরুর হয়েছে। সেই মামলাতেই নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি  কয়েকটি রাজ্যের পুলিশকে নিজেদের মধ্যে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছে আদালত।           

 

.