Profit

বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা উদ্বোধন করায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়া, লাইসেন্সের শর্তপূরণ না করতে জন্য সংস্থার সিইও চন্দ্রশেখর ঘোষের বেতনও বন্ধ করে দেওয়া হল।

 Share
EMAIL
PRINT
COMMENTS
বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

এই মুহূর্তে গোটা দেশে বন্ধন ব্যাঙ্কের 937’টা শাখা রয়েছে।


বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা উদ্বোধন করায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এছাড়া, লাইসেন্সের শর্তপূরণ না করতে জন্য সংস্থার সিইও চন্দ্রশেখর ঘোষের বেতনও বন্ধ করে দেওয়া হল। শুক্রবার বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো‌ হয়। ব্যাঙ্কের পক্ষ থেকে এই কথা জানানো হয় যে, নন অপারেটিভ ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানি (এনওএফএইচসি)’র শেয়ারহোল্ডিং-এর পরিমাণ কমিয়ে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া শর্ত অনুযায়ী 40 শতাংশ করার পদক্ষপ গ্রহণ করা হচ্ছে। “রিজার্ভ ব্যাঙ্ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে। তারা জানিয়েছে যেহেতু এনওএফএইচসি’র শেয়ারহোল্ডিং-এর পরিমাণ চল্লিশ শতাংশে আনতে সমর্থ হয়নি বন্ধন ব্যাঙ্ক, তাই আপাতত এই ব্যাঙ্ককে তার নতুন শাখা খোলার জন্য অনুমতি দেওয়া হবে না। রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী বিজ্ঞপ্তি আসার আগে পর্যন্ত ব্যাঙ্ক নতুন শাখাই যে শুধু খুলতে পারবে না, তা-ই নয়, স্থগিতাদেশ বহাল থাকবে চন্দ্রশেখর ঘোষের বেতনের ওপরও”, সংবাদমাধ্যমকে এই কথা জানানো হয় বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে।

এই মুহূর্তে গোটা দেশে বন্ধন ব্যাঙ্কের 937’টা শাখা রয়েছে। কলকাতায় এই ব্যাঙ্কের সদর দফতর। 2001 সালে ক্ষুদ্র-পুঁজির এই সংস্থাটি তাদের ব্যবসা শুরু করে। 2014 সালে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন পায় তারা। 2015 সাল থেকে শুরু হয় ব্যাঙ্কের কাজকর্ম। বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সময় ব্যাঙ্কের শেয়ারের মূল্য দাঁড়ায় 565 টাকা। পূর্বের মূল্য থেকে যা 0.78 শতাংশ কমে গিয়েছে।

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top