Profit

২০১৭ সালের জুন মাসের পর গত নভেম্বরে শিল্পক্ষেত্রে উৎপাদন সবথেকে কম হয়েছে

গত বছরের নভেম্বর মাসে মাত্র ০.৫ শতাংশে দাঁড়িয়েছিল শিল্পক্ষেত্রে পণ্যের বৃদ্ধি। শিল্পক্ষেত্রে ২০১৭ সালের জুন মাসের পর এত কম শতাংশের বৃদ্ধি আর কখনও হয়নি।

 Share
EMAIL
PRINT
COMMENTS

গত বছরের নভেম্বর মাসে মাত্র ০.৫ শতাংশে দাঁড়িয়েছিল শিল্পক্ষেত্রে পণ্যের বৃদ্ধি। শিল্পক্ষেত্রে ২০১৭ সালের জুন মাসের পর এত কম শতাংশের বৃদ্ধি আর কখনও হয়নি। অর্থনীতিবিদরা যতটা প্রত্যাশা করেছিলেন বৃদ্ধি নিয়ে, সেই প্রত্যাশাও ছুঁতে পারেনি এই বৃদ্ধি কোনওভাবেই। সংবাদসংস্থা রয়টার্সের করা একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে শিল্পক্ষেত্রে বৃদ্ধি ৪.১ শতাংশের পারদ ছুঁতে পারে। যা, বাস্তবে ঘটেনি। অন্যদিকে, তার আগের মাসেই এই বৃদ্ধি ছিল ৮.৪ শতাংশ। 

সূচকে ৭৭.৬ শতাংশের বিপুল প্রত্যাশা নিয়ে থাকা পণ্য প্রস্তুতের ক্ষেত্রেও তীব্র ঘাটতি দেখা গিয়েছে। গত মাসে এই বিভাগে বৃদ্ধি হয়ে ৮.২ শতাংশ। নভেম্বরে যা হয় ১০.৪ শতাংশ। 

আরও পড়ুনঃ 1,200 কর্মী ছাঁটাই করতে চলেছে Vodafone

আইসিআইসিআই ব্যাঙ্কের গ্লোবাল হেড বি প্রসন্ন বলেন, "ধাতু, মোটরগাড়ির মতো সেক্টরগুলোয় পণ্যের উৎপাদনে ঘাটতি থাকাতেই এই বিপুল হ্রাসের সম্মুখীন হতে হল"।

 ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top