Profit

Fuel price increased: জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে যেভাবে বদলে গেল কয়েকটি জীবন

কলকাতায় প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লির থেকে বেশি (fuel price increased)। পেট্রোলের দাম 83.27 টাকা এবং ডিজেলের দাম 75.36 টাকা।

 Share
EMAIL
PRINT
COMMENTS
Fuel price increased: জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে যেভাবে বদলে গেল কয়েকটি জীবন

fuel price increased...শেষ কয়েকটি সপ্তাহ ধরেই জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে


শেষ কয়েকটি সপ্তাহ ধরেই জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে (fuel price increased)। রাজধানীতে এই মুহূর্তে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে দাম যথাক্রমে 80.38 টাকা এবং 72.51 টাকা। কলকাতায় প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লির থেকে বেশি। পেট্রোলের দাম 83.27 টাকা এবং ডিজেলের দাম 75.36 টাকা। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ জ্বালানি তেলের এই প্রবল মূল্যবৃদ্ধির সম্মুখীন হতে গিয়ে নাকাল হচ্ছে ক্রমাগত। যাঁদের গাড়ি আছে, তাঁরা গাড়ি ছাড়াই বেরোনোটা একরকম অভ্যাস করে ফেলছেন। রোজকার ঘাম রক্তের সঙ্গে মিলিয়ে নিতে হচ্ছে তাঁদের এই নতুন ধরনের যাপনকে।

ফের দেশের চারটি মেট্রো শহরে বেড়ে গেল petrol ও diesel এর দাম

তাঁদের মধ্যেই কয়েকজনের কথা একটু শোনা যাক। প্রথমেই বলা যাক, কলকাতার ব্যবসায়ী সুরজের কথা। অফিস থেকে বাড়িতে রোজকার মধ্যাহ্নভোজ খেতে গাড়ি করে যাওয়ার সুখ আর তাঁর সইল না। চালক শম্ভুকে ছেড়ে দিতে হল। এখন নিজেই গাড়ি চালান তিনি। চালকের খরচ যে বাঁচল, তাই দিয়েই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিটা খানিকটা যেন উশুলই হয়ে যায়।

যদিও, সবার ভাগ্য সুরজের মতো নয়। আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের এক বাইশ বছরের পড়ুয়াকে তার মা গাড়ি কিনে দিয়েছিলেন কলেজে যাওয়ার জন্য। এখন সেই গাড়ি দু’মাস ধরে গ্যারাজেই রয়েছে। তাকে কলেজে যেতে হয় মেট্রো করে।

এখানে আরও একটি দম্পতির কথা রইল। যাঁরা পাঁচ বছর প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন। দুজনে মিলে একটি থিয়েটার সংস্থা চালান। কিন্তু, থিয়েটারের জিনিসপত্র তথা কলাকুশলীদের পরিবহণের খরচ এত প্রবল বেড়ে গিয়েছে যে ব্যবসাটি কতদিন টিকবে, তা নিয়েই উপস্থিত হয়েছে ঘোর সংশয়।

পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এভাবেই ভুগছে সমাজের সর্বস্তরের মানুষ। তবে, সবথেকে বেশি সরাসরি ভুগছে বোধহয় শম্ভুর মতো লোকেরাই।ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top