
মহারাষ্ট্রে মোট 1000 টি ইলেকট্রিক গাড়ি নামাবে টাটা মোটরস
আজ মহারাষ্ট্র সরকারের সাথে এক MOU সাক্ষর করল টাটা মোটরস। এর ফলে সেই রাজ্যে মোট 1000 টি ইলেক্ট্রিক গাড়ি দেবে কোম্পানি। প্যাসেঞ্জার ও কমার্শিয়াল দুই সেগমেন্টেই এই গাড়ি দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই চুক্তির ফলে মহারাষ্ট্রে ইলেক্ট্রিক গাড়ি চালানো উদ্যোগে জোয়ার আসবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত সম্প্রতি মহারাষ্ট্রে ইলেকট্রিক গাড়ি বেশি করে চালানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই রাজ্যের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের উপস্থিতিতে এই MOU সাক্ষরিত হয়েছে। এই অনুষ্ঠানেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে 5টি ইলেকট্রিক গাড়িকে সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরুর অনুমতি দেন তিনি। টাটা মটরের পক্ষ থেকে এই গাড়িগুলি দেওয়া হয়েছে।
কোম্পানির নতুন Tigor ইলেকট্রিক গাড়িটি আর দশটা কমপ্যাক্ট সেডানের মতোই দেখতে। এই গাড়ির গ্রিলে থাকবে EV (ইলেকট্রি ভেইকেল) লেখা ব্যাজ। বহু বছর ধরেই টাটা মোটরস ইলেকট্রিক গাড়ির দিকে নিজেদের নিয়ে যাচ্ছিল। আর এবার ভারতে এক রাজ্য সরকারের সাথে এই চুক্তি নিঃসন্দেহে কোম্পানির ইলেকট্রিক গাড়ির ব্যাবসা কে নতুন ইন্ধন যোগাবে। ইতিমধ্যেই 250টিও গাড়ি বানিয়ে ফেলেছে টাটা মোটরস।