Profit

এসবিআইতে বিনিয়োগের সেরা দশটি রাস্তা

এসবিআইতে একাধিক খাতে বিনিয়োগ করা যায়।

 Share
EMAIL
PRINT
COMMENTS
এসবিআইতে বিনিয়োগের সেরা দশটি রাস্তা

এক কোটি টাকার কম বিনিয়োগে এফডি-র সুদের হারও বেড়েছে ২৮ নভেম্বর থেকে।

এফডি থেকে শুরু করে বিনিয়োগের তালিকা যথেষ্ট বড়। বিভিন্ন খাতে ছোট-বড় নানা অঙ্কের টাকা বিনিয়োগ করা যায়। বিস্তারিত জানতে sbi.co.in- এই ওয়েবসাইট দেখুন।
জানুন দশটি সেরা উপায়

 

 1. এফডি : বড় অঙ্কের টাকা বিনিয়োগ করে  মোটা টাকা ফেরত পাওয়ার জন্য অনেকেই এফ ডি পছন্দ করেন। এক কোটি টাকার কম বিনিয়োগে এফডি-র সুদের হারও বেড়েছে ২৮ নভেম্বর থেকে।
   
 2. আরডি : নির্দিষ্ট  সময়ের জন্য টাকা বিনিয়োগ করে  ভাল রিটার্ন পেতে অনেকেরই পছন্দ আরডি।  নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে বিনিয়োগের সুযোগ আছে এতে। 
   
 3. মাল্টি অপশন ডেপোজিট স্কিম:  এসবিআইয়ের কারেন্ট অ্যাকাউন্টে ফিস্কড ডিপোজিট থাকলে এই সুবিধা পাওয়া যায়। এর সাহায্যে হাজার টাকার গুনিতকে টাকা তোলা যায়। 
   
 4. রিইনভেসমেন্ট প্ল্যান : এটা ফিক্সড ডিপোজিটের মতো। এখানে শুধু টাকার মেয়াদ  শেষ হওয়ার সময় টাকা দিতে হয়।
   
 5. কর বাঁচাতে:  ২০০৬ সালের এই স্কিম অনুসারে এসবিআইতে বিনিয়োগ করলে দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।  
   
 6.  বার্ষিক ডিপোজিট স্কিম:  এখানে  একবার বিনিয়োগ করে বেশ কয়েকবার সুদ পাওয়া যায়।
      
 7. সেভিংস প্লাস অ্যাকাউন্ট: এটি মাল্টি অপশন ডেপোজিট স্কিমের মতোই।
   
 8. পিপিএফ  : বিনিয়োগের অন্যতম পরিচিত মাধ্যম পিপিএফ। এখানে ৫00 টাকা থেকে শুরু করে  দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। করে ছাড়ও পাওয়া যায়.
   
 9. এনপিএস: এনপিএসের মাধ্যমে মেলে সামাজিক সুরক্ষা।
   
 10.  বেসিক সেভিংস: জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে এ ধরনের বিনিয়োগ করা যায়।  
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top