This Article is From Nov 08, 2019

সুদের হার কমাল SBI, এই অর্থবর্ষে একটানা সপ্তমবার

এক বছরের বেশি থেকে দু’বছরের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে ১৫ বেসিস পয়েন্ট কমানো হল সুদের হার।

সুদের হার কমাল SBI, এই অর্থবর্ষে একটানা সপ্তমবার

১০ নভেম্বর থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই (SBI) তহবিল ভিত্তিক সুদের হারের (lending rate) ন্যূনতম ব্যয় বা এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট কমাল শুক্রবার। ১০ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। পাশাপাশি আমানতের হারও ১৫ থেকে ৭৫ বেসিস পয়েন্টের মধ্যে হ্রাস করা হল। এই নিয়ে বর্তমান অর্থবর্ষে টানা সপ্তমবার সুদের হার কমাল এসবিআই। এই হ্রাসের ফলে এক বছরের এমসিএলআর নেমে এল ৮ শতাংশে। ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এছাড়াও এসবিআই সুদের হার কমাল মেয়াদি আমা‌নতে।

এক বছরের বেশি থেকে দু'বছরের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে ১৫ বেসিস পয়েন্ট কমানো হল সুদের হার।

.