This Article is From Sep 20, 2018

স্মল সেভিংস স্কিমে বাড়ল সুদের হার

Small Savings Schemes: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ( এনএসসি) পাবলিক প্রভিডেন্ট ফান্ড( পিপিএফ)-এর মতো সেভিস স্কিমে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার ।

স্মল সেভিংস স্কিমে বাড়ল সুদের হার

এর ফলে ডিপোসিটের ক্ষেত্রে  সুদ কমানোর পথে হাঁটতে পারে ব্যাঙ্কগুলি।                      

হাইলাইটস

  • . সামনের মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে নতুন সুদ
  • পিপিএফ, এনএসসি-র সুদ বেড়ে হল 8 শতাংশ। আগে ছিল 7.6 শতাংশ
  • প্রতি তিন মাস পর পর বদলায় সুদের হার

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ( এনএসসি) পাবলিক প্রভিডেন্ট ফান্ড( পিপিএফ)-এর মতো সেভিস স্কিমে (Small Savings Schemes) সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার । সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে  অক্টোবর ডিসেম্বর কোয়ার্টারের মধ্যে  0.4 শতাংশ হারে সুদ বাড়তে চলেছে। এর ফলে ডিপোসিটের ক্ষেত্রে  সুদ কমানোর পথে হাঁটতে পারে ব্যাঙ্কগুলি।                      

 

পরিবর্তনের পর ইন্টারেস্ট রেট নিয়ে যা জানতেই হবে      

1.  পাঁচ বছরের জন্য বিনিয়োগ, রেকারিং ডিপোজট এবং সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিমে (Small Savings Schemes) বিনিয়োগের ক্ষেত্রে সুদ বেড়ে হল  7.8, 7.3  এবং  8.7  শতাংশ।

2. পিপিএফ এবং এনএসসির (Small Savings Schemes)ক্ষেত্রে সুদ 7.6 শতাংশ থেকে বেড়ে হয়েছে  8 শতাংশ   

3. 112 মাসে ম্যাচিওর কেবিপির সুদ হচ্ছে  7.7। আগে সময় লাগত118 মাস

4.  সুকন্যা সমৃদ্ধি যোজনার 0.4 শতাংশ সুদ বেড়ে হয়েছে  8.5  শতাংশ  

5.  তিন বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে 0.3 শতাংশ।   

6.  সেভিংস ডিপোজিট স্কিমে সুদ বেড়েছে চার শতাংশ।            

 (এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)