Profit

আবার ধ্বস নামল শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৫৭২ পয়েন্ট

আবার  ধ্বস নামল শেয়ার বাজারে। সব মিলিয়ে বৃহস্পতিবার  ৫৭২ পয়েন্ট পড়ল সেনসেক্স।

 Share
EMAIL
PRINT
COMMENTS
আবার  ধ্বস নামল শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৫৭২ পয়েন্ট

নভেম্বর মাসের ২২ তারিখের পর কখনও এতটা  নীচে  নামেনি নিফটি।                                               


হাইলাইটস

  1. বৃহস্পতিবার আরও একবার ধ্বস নামল শেয়ার বাজারে
  2. বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫ হাজার ৩১২ পয়েন্ট
  3. মোট ১৮১ পয়েন্ট পড়ে নিফটি হল ১০, ৬০১ পয়েন্ট

আবার  ধ্বস নামল শেয়ার বাজারে। সব মিলিয়ে বৃহস্পতিবার  ৫৭২ পয়েন্ট পড়ল সেনসেক্স।  রিজার্ভ  ব্যাঙ্ক রেপো রেট এক রাখার  পরের দিনই এতটা পড়ল শেয়ার বাজার। বাজার বন্ধের সময় সেনসেক্স  ছিল  ৩৫ হাজার ৩১২ পয়েন্ট। এর মধ্যে  শেষ কয়েক ঘণ্টার হিসেব আলাদা করে দেখলে  বোঝা  যাবে  সেনসেক্স পড়েছে  ৬১৭ ঘণ্টা। অন্যদিকে  মোট ১৮১ পয়েন্ট পড়েছে  নিফটিও। বাজার বন্ধ হওয়ার  সময় নিফটি ছিল ১০, ৬০১ পয়েন্ট। নভেম্বর মাসের ২২ তারিখের পর কখনও এতটা  নীচে  নামেনি নিফটি।                


বিশেষজ্ঞদের প্রত্যাশামতো রেপো রেট একই রাখল শীর্ষ ব্যাঙ্ক, ১০টি তথ্য 

নিফটির  মধ্যে  ইন্ডিয়াবুল হাউজিং, মারুতি সুজুকি, বাজাজ ফাইন্যান্সের মতো সংস্থার শেয়ারের দাম কমেছে। এর আগে রেপো রেট অপরিবর্তিত রাখে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনও সেই 6.5 শতাংশই  থাকছে  সুদের হার। কিন্তু শুক্রবার বৈঠকের আগে অনেক বিশেষজ্ঞদদের মনে হয়েছিল রেপো রেট 25 বেসিস পয়েন্ট বা 0.25 শতাংশ বাড়াবে আরবিআই। কিন্তু সেটা হল না। কমার্শিয়াল ব্যাঙ্ক গুলির থেকে যে হারে ঋণ নেয় সেটাকেই বলা হয় রেপো রেট। কিন্তু রেপো রেট সেই  6.25 শতাংশই থাকল। তেলের দাম বাড়া এবং ডলারের তুলনায় টাকার দা কমার পর এমন  সিদ্ধান্ত  নেয় আরবিআই। তারই  প্রভাব বাজারে পড়েছে।          

 ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top