This Article is From May 07, 2020

ঋণে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমাল এসবিআই! সস্তা হবে গৃহঋণ

আগে এমসিএলআর-এ ৭.৪০% ছিল সুদের হার। সেটাই  ১০ মে থেকে ১৫-বেসিস পয়েন্ট কমছে। এই নিয়ে গত কয়েক বছরে প্রায় ১২ বার এমসিএলআর-এ কমানো হল সুদের হার

ঋণে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমাল এসবিআই! সস্তা হবে গৃহঋণ

টার্ম ডিপোজিটে সুদের হার কমিয়েছে এসবিআই।

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI) গৃহঋণে সুদের হার কমাল। বৃহস্পতিবার ১৫-বেসিস (15 bps) পয়েন্ট কমানো হয়েছে এই হার। এই হ্রাসের জেরে আগামী ১০ মে থেকে সব পরিশোধ মেয়াদে ৭.২৫% হল সুদের হার। আগে এমসিএলআর-এ ৭.৪০% ছিল সুদের হার। সেটাই  ১০ মে থেকে ১৫-বেসিস পয়েন্ট কমছে। এই নিয়ে গত কয়েক বছরে প্রায় ১২ বার এমসিএলআর-এ কমানো হল সুদের হার। এর জেরে এমসিএলআর-এর সঙ্গে যুক্ত গৃহঋণ প্রকল্পে ৩০ বছরের পরিশোধ মেয়াদে ২৫ লক্ষ টাকা অবধি গৃহঋণে (Home Loan) ইএমআই বছরে প্রায় ২৫৫ টাকা কমলো।বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে এসবিআইয়ের প্রেস রিলিজ। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উই কেয়ার ডিপোজিট চালু করেছে এসবিআই। এই প্রকল্পে ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম, টার্ম ডিপোজিটে প্রদান করবে ব্যাঙ্ক। পাঁচ বছর তার ওপরে মেয়াদী প্রকল্পে লাগু এই বিনিয়োগ। 

এদিকে, তিন বছর পর্যন্ত রিটেল টার্ম ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমাল এসবিআই। ১২ মে থেকে লাগু এই সিদ্ধান্ত। 

.