টাকার পতন রোধে আরবিআইকে কড়া পদক্ষেপ নিতে বলল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন মহল থেকে এমন খবরই মিলছে। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের বার্তা পৌঁছে গিয়েছে আরবিআইয়ের কাছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এমন অনেকেই জানিয়েছেন বিষয়টি। তবে তথ্যটি এখনও দিনের আলো না দেখায় এ ব্যাপারে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। ডেপোজিট স্কিম এবং এনআরআই সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনার কথাও ভাবা হচ্ছে।
শুধু এই বছরের মধ্যেই ডলারের তুলনায় টাকার দাম কমেছে 11.6 শতাংশ। 2011 সালের পর এটাই সবচেয়ে বড় পতন। এ ব্যাপারে সোমবার এক সরকাররি আধিকারিক জানিয়েছেন, তারা কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। শুধু তাই নয় প্রয়োজন বুঝে হস্তক্ষেপও করছে আরবিআই।
এখন প্রায় প্রতিদিন ডলারের তুলনায় টাকার দাম পড়ছে। একই সঙ্গে বাড়ছে পেট্রল এবং ডিজেলের দাম। এরই সঙ্গে যুক্ত হয়েছে তুরস্ক এবং আর্জেন্টিনার সংকট। টাকার দাম পড়ার প্রভাব পড়তে পারে রপ্তানির উপরেও। একই সঙ্গে সোমবার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়। আর এই পরিস্থিতিতে সুদের হারে পরিবর্তন বা তেমন কোনও বদল ঘটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে আরবিআই। পাশাপাশি বিদেশি মুদ্রা সংক্রান্ত নীতিতেও রদবদল আনা হতে পারে।
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube