ডলারের তুলনায় টাকা দুর্বল হওয়ার পর পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টাকার দাম বেড়ে 72.04 টাকা হওয়ার পর ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
বাজার খোলার পর শুক্রবার সারা দিন দাম বার বার 72 টাকা বা তার কাছাকাছি গিয়েছে। তখনই কড়া পদক্ষেপ করেছে আরবিআই। এসব দেখে বাজার বিশেষজ্ঞদের অনেকেরই মনে হয়েছে কৌশল বদলে পরিস্থিতি সামাল দিতে চাইছে ব্যাঙ্ক।
গত বেশ কয়েকদিন ধরে টাকার দাম বাড়ার একটা বড় কারণ বিশ্ব বাজারে তেলের দাম বেশি থাকা। তাছাড়া তুরস্কের আর্থিক পরিস্থিতিও চাপ বাড়াতে শুরু করেছে। চিন্তার কারণ হয়ে উঠছে আর্জেন্টিনার পরিস্থিতিও।
এরকমই নানা কারণে ডলারের তুলনায় টাকার দাম অল্প সময়ের মধ্যে 69 টাকা থেকে বেড়ে 72 টাকা হয়। এরই মাঝে আরবিআইয়ের হস্তক্ষেপ করায় টাকার দাম সেভাবে আর পড়বে না বলেই মনে করা হচ্ছে।
বিভিন্ন ব্যাঙ্কও ডলার ছাড়তে শুরু করেছে। ডলার মহার্ঘ হতে শুরু করেছিল দিন কয়েক আগে থেকে। এবার তা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করল আরবিআই।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube