দু’বছরে পা দিল রিলায়েন্স জিও। আর তাই গ্রাহকদের জন্য আবারও একগুচ্ছ অফারের ডালি সাজিয়ে দিল তারা। নতুন অফার ছাড়া এবার ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকও দেবে সংস্থা। নতুন অফারটা হল আগে যে প্যাকটির দাম 399 ছিল সেটা এখন হয়েছে 299 টাকা। এই প্যাকে 42 জিবি ডেটা পাওয়া যাবে। বৈধতা প্রায় তিন মাস। তাছাড়া বিনা খরচে কথা বলা এবং প্রতিদিন একশোটি করে এসএমএস পাঠানোর সুযোগ তো থাকবেই। এ মাসের 12 তারিখ থেকে পরের বছর 21 সেপ্টেম্বর মাসের মধ্যে এই প্ল্যানের সুযোগ সুবিধা পাওয়া যাবে।

(এ মাসের 12, তারিখ থেকে অফারের যাত্রা শুরু হচ্ছে। )
নতুন অফার সম্পর্কে বিশদে জানুন
নতুন অফারে প্যাকের উপর 100 টাকা ছাড় দেওয়া হচ্ছে। মাই জিও অ্যাপ থেকে কিনলে পাওয়া যাবে ক্যাশব্যাকের সুবিধাও। (399 প্যাকটি সম্পর্কে বিশদ তথ্য
এই প্যাকে 126 জিবি ডেটা পাওয়া যাবে। এর মধ্যে প্রতদিন ব্যবহার করা যাবে 1.5 জিবি পর্যন্ত। বৈধতা 84 দিন। বিনা খরচে কল এবং প্রতিদিন একশোটি করে এসএমএসও পাঠানো যাবে। এ মাসের শেষ দিনের মধ্যে মাইজিও অ্যাপ ব্যবহার করে প্যাক কিনলে অতিরিক্ত কিছু সুবিধাও পাওয়া যাবে।
ব্যবসার খবর, সেনসেক্সের অপডেটস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube