আম্রপালির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ, বাড়ির মালিকদের স্বস্তি: ১০ পয়েন্ট
NDTV Profit Team | Tuesday July 23, 2019মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর ঐতিহাসিক রায়ে (Amrapali Case) জানাল যে রিয়েল এস্টেট গ্রুপ আম্রপালির (Amrapali) সমস্ত অসমাপ্ত প্রকল্পগুলিকে রাজ্য সরকার পরিচালিত ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-এর হাতে তুলে দেওয়া হবে। এর ফলে ৪২ হাজারেরও বেশি বাড়ি ক্রয়কারীদের স্বস্তি মিলল, যাঁরা এতদিন আম্রপালি গ্রুপের প্রকল্পগুলিতে টাকা দেওয়া সত্ত্বেও ফ্ল্যাটের মালিকানা পাননি বলে অভিযোগ করছিলেন। পাশাপাশি রেরা বা রিয়েল এস্টেট (রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) অ্যাক্টের অধীনে নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াও বাতিল করেছে শীর্ষ আদালত।