This Article is From Sep 17, 2019

বাড়ল পিএফে সুদের হার, উৎসবের আগে সুখবর শোনালেন শ্রমমন্ত্রী

তিনি বলেন, ‘‘ইপিএফও-র (EPFO) আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে তাঁদের জমার উপর গত অর্থবর্ষে সুদ পাবেন ৮.৬৫ শতাংশ হারে।''

বাড়ল পিএফে সুদের হার, উৎসবের আগে সুখবর শোনালেন শ্রমমন্ত্রী

মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে শ্রমমন্ত্রী এই খবর দেন।

হাইলাইটস

  • ২০১৮-১৯-এ মোট জমার উপরে ৮.৬৫ শতাংশ হারে মিলবে সুদ
  • মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে শ্রমমন্ত্রী এই খবর দেন
  • ইপিএফও-র আওতায় থাকা ছয় কোটিরও বেশি কর্মচারী এই সুবিধা পাবেন
নয়াদিল্লি:

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী (Labour Minister) সন্তোষ গাঙ্গোয়ার মঙ্গলবার জানালেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) (EPFO) আওতায় থাকা ছয় কোটিরও বেশি কর্মচারী গত অর্থবর্ষে অর্থাৎ ২০১৮-১৯-এ মোট জমার উপরে ৮.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। গত ফেব্রুয়ারিতেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী ‘দ্য সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস' ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ৮.৬৫ শতাংশ সুদের ব্যাপারে সম্মতি দেয়। এরপর তা অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয় সম্মতির জন্য। মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের শ্রমমন্ত্রী এই খবর দেন।

তিনি বলেন, ‘‘উৎসবের মরশুমের আগে ইপিএফও-র আওতায় থাকা ৬ কোটিরও বেশি কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে তাঁদের জমার উপর গত অর্থবর্ষে সুদ পাবেন ৮.৬৫ শতাংশ হারে।''

বর্তমানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অবসর সংক্রান্ত দফতর পিএফ-এর টাকা তোলার সময় ২০১৭-১৮ অর্থবর্ষের হিসেবে ৮.৫৫ শতাংশ সুদ দিচ্ছে।

.