This Article is From Nov 17, 2018

জেট এয়ারওয়েজের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানাল টাটাঃ ১০'টি তথ্য

টাটা সনস জানাল, জেট এয়ারওয়েজের সঙ্গে কথাবার্তা এখনও প্রাথমিক স্তরে রয়েছে।

গতকাল জেট এয়ারওয়েজের শেয়ারের দাম ৬.৩ শতাংশ বেড়ে যায়।

টাটা সনস জানাল, জেট এয়ারওয়েজের সঙ্গে কথাবার্তা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ঋণের দায়ে থাকা সংস্থাটির দায়িত্ব নেওয়ার ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত প্রস্তাব দেয়নি টাটা সনস। যদিও একটি বোর্ড মিটিং-এর পর টাটা সনসের পক্ষ থেকে জানানো হয় তারা এই ঋণ-জর্জরিত সংস্থাটির কিছুটা ভারবহন করতে প্রস্তুত।

এখানে রইল দশটি তথ্য:

1. "গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রচারমাধ্যমে এই কথাটা বলাবলি হচ্ছে যে টাটা সনস দায়িত্ব নিতে চলেছে জেট এয়ারওয়েজের। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি", জানানো হয় বোর্ড মিটিং-এর পর।

 

 2. জেট এয়ারওয়েজের দায়িত্ব নিতে পারে টাটা সনস, এই নিয়ে প্রবল জল্পনার মাঝেই এই বোর্ড মিটিং-টি হয়।

 

 3. সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার টাটা সনসকে জেট এয়ারওয়েজের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছে।

 

4. এর আগে প্রায় সমগোত্রীয় খবর দিয়েছিল রয়টার্স।

 

5. যদিও, জেট এয়ারওয়েজের পক্ষ থেকেও বৃহস্পতিবার জানানো হয় যে কথাবার্তার স্তরেই রয়েছে এখনও পুরো ব্যাপারটি।

 

6. ৬.৩ শতাংশ দাম বেড়েছে জেট এয়ারওয়েজের শেয়ারের।

 

7. এয়ারএশিয়া ইন্ডিয়াকেও চালায় টাটা গ্রুপ।

 

8. কর্মীদের বেতন দিতেও সমস্যায় পড়েছে জেট এয়ারওয়েজ। ২০১৮ সালের জুলাই-সেপ্টেম্বরের মধ্যে তাদের মোট ক্ষতি ১,২৯৭ কোটি টাকা।

 

9. এই মুহূর্তে ১২৪'টি বিমান রয়েছে জেট এয়ারওয়েজের হাতে।

 

10. নব্বইয়ের দশকের শুরুতে যাত্রা শুরু করেছিল এই সংস্থা।.