This Article is From Apr 18, 2018

কম বাজেটের গাড়ি জেনারেশান হ্যাচব্যাক হুন্ডাই সেন্ট্রো দেখা গেল টেস্টিংয়ের সময়

শোনা যাচ্ছে যে, এই বছর উৎসবের মরশুমে এই গাড়ি বাজারে ছাড়া হবে. ভারতে এই হ্যাচব্যাককে অন্য কোনো নাম দিয়ে বাজারে আনা হবে.

কম বাজেটের গাড়ি জেনারেশান হ্যাচব্যাক হুন্ডাই সেন্ট্রো দেখা গেল টেস্টিংয়ের সময়
সম্প্রতি টেস্টিংয়ের সময় হুন্ডাই কম্পানির নতুন গাড়ি,যার কোড নাম এএইচ2, সেটি দেখা গেল. টেস্টিং -এর জন্য যে গাড়িটা এসেছিল তা সম্পূর্ণ রূপে স্টিকার দিয়ে ঢাকা ছিল. শোনা যাচ্ছে যে, এই বছর উৎসবের মরশুমে এই গাড়ি বাজারে ছাড়া হবে. ভারতে এই হ্যাচব্যাককে অন্য কোনো নাম দিয়ে বাজারে আনা হবে. গাড়ি সম্পর্কে তত বেশি কিছু জানা সম্ভব হয়নি, তবে এর ইঞ্জিন নতুন ধরণের হবে বলে শোনা যাচ্ছে.

ইন্টারনেটে গাড়ির যে ঝলক দেখা গেছে তা অনুসারে বলা যায় যে, এর মডেল দেখে আই10 এর মডেলের কথা মনে পড়ে যাচ্ছে. এই গাড়ির মডেলের সাথে পুরানো ডিজাইনের মিল দেখা যাচ্ছে, জানলা গুলি বেশ বড়ো,যা দেখে মনে হচ্ছে যে, কেবিনে কম্পানি অনেকটা জায়গা দিয়েছে, গাড়ির কেবিন তৈরির সময় আধুনিকীকরণের কথা মাথায় রাখা হয়েছে. এর টপ মডেলে কম্পানি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দিতে পারে. এই গাড়ির পাওয়ার সম্পর্কে বলা যায় যে, কম্পনি এই গাড়িতে 0.8 -লিটার আর 1.0 -লিটার ইঞ্জিন পেশ করতে পারে. ভারতে এন্ট্রি-লেবেল অটোমেটিক গাড়ি গুলি দেখে কম্পানি এর অটোমেটিক ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে. কম্পানি এই গাড়িটিকে 3.5 লক্ষ টাকা এক্সশোরুম দামের সাথে লঞ্চ করতে পারে
.