This Article is From Apr 06, 2020

করোনার ধাক্কায় দু’মাসে মুকেশ আম্বানির সম্পত্তি হ্রাস ২৮ শতাংশ 

গত দু’মাসে লাভের মুখ দেখেছেন চিনের ধনকুবেররা। বিশ্বের প্রথম একশো ধনীর তালিকায় ভারতের তিনজনের নাম বাদ গেলেও, চিনের ছ’জনের নাম সংযোজিত হয়েছে।

করোনার ধাক্কায় দু’মাসে মুকেশ আম্বানির সম্পত্তি হ্রাস ২৮ শতাংশ 

বিশ্বের প্রথম ১০০ ধনীর তালিকায় ভারত থেকে একমাত্র নাম মুকেশ আম্বানি।

হাইলাইটস

  • মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ দু’মাসে ২৮ শতাংশ হ্রাস পেল
  • করোনা ধাক্কায় এই হ্রাস
  • বিশ্বের বহু ধনকুবেরকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে করোনার প্রকোপে
মুম্বই:

ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পত্তির পরিমাণ দু'মাসে ২৮ শতাংশ হ্রাস পেল করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপে শেয়ার বাজারে ধস নামায়। সোমবার এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান‌ ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১৯ বিলিয়ন ডলার কমে যাওয়ায় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি আট নম্বর স্থান থেকে নেমে এলেন ১৭ নম্বর স্থানে। ‘হুরুন গ্লোবাল লিস্ট' থেকে তেমনটাই জানা যাচ্ছে। আর এক ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানিরও সম্পত্তির নিট পরিমাণ কমে গিয়েছে ৩৭ শতাংশ। এইচসিএল টেকনোলজির শিব নাদার (২৬ শতাংশ) ও ব্যাঙ্কার উদয় কোটাকের (২৮ শতাংশ) সম্পত্তিও হ্রাস পেয়েছে।

এই তিনজনই প্রথম ১০০ জনের তালিকা থেকে বাদ চলে গিয়েছেন। কেবল মাত্র মুকেশ আম্বানিই তালিকায় রয়েছেন একমাত্র ভারতী হিসেবে।

‘হুরুন রিপোর্ট ইন্ডিয়া'-র ম্যানেজিং ডিরেক্টর অনস রহমান জানাচ্ছেন, ভারতের শীর্ষ উদ্যোগপতিরা এই ধাক্কা খেয়েছেন শেয়ার বাজার ২৬ শতাংশ ধস নামায় এবং মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য ৫.২ শতাংশ কমে যাওয়ায়।

সারা বিশ্বের নিরিখে শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে যাঁদের পড়তে হয়েছে, তাঁদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। এক নম্বরে রয়েছেন ফরাসি ফ্যাশন জায়ান্ট বার্নার্ড আর্নল্ট। তাঁর সম্পত্তি হ্রাস পেয়েছে ২৮ শতাংশ।

এই পরিস্থিতিতেও বিশ্বের ধনীতম ব্যক্তি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার। গত দু'মাসে তাঁর সম্পত্তি হ্রাসের পরিমাণ মাত্র ৯ শতাংশ। এরপরেই রয়েচেন বিল গেটস। তাঁর সম্পত্তির পরিমাণ ৯১ বিলিয়ন ডলার। তাঁর সম্পত্তি হ্রাসের পরিমাণ ১৪ শতাংশ।

গত দু'মাসে লাভের মুখ দেখেছেন চিনের ধনকুবেররা। এর মধ্যে রয়েছেন শূকরের মাংস উৎপাদনকারী সংস্থা কিংবা ভিডিও কনফারেন্সিংয়ের প্রোমোটাররাও। বিশ্বের প্রথম একশো ধনীর তালিকায় যেখানে ভারতের তিনজনের নাম বাদ চলে গেল, সেখানে চিনের ছ'জনের নাম সেই তালিকায় সংযোজিত হয়েছে।

.