
বিশ্বের সেরা 10 টি গাড়ি প্রস্তুতকারী সংস্থার লিস্টে 9 মারুতি সুজুকি
হাইলাইটস
- BrandZ এর সার্ভে তে সেরা 10 এ ঢুকে পড়ল Maruti Suzuki
- NEXA চেনের ডিলারশিপ লঞ্চ করেই এই লিস্টে জায়গা করে নিয়েছে কোম্পানিটি
- এই লিস্টে এক নম্বরে আছে জাপানের কোম্পানি Toyota
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্ভে কোম্পানি BrandZ। বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এই কোম্পানি। এছাড়াও এই কোম্পানির তুলে ধরা তথ্য এক কথায় মেনে নেন তামা বিশ্বের কোম্পানিগুলি। আর এবার BrandZ এর সার্ভে তে সেরা 10 এ ঢুকে পড়ল ভারতের এক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি। বিশ্বের সেরা 10 টি গাড়ি প্রস্তুতকারী সংস্থার লিস্টে 9 নম্বরে রয়েছে ভারতের জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মারুতি সুজুকি। মারুতি সুজুকির এই মুহুর্তে বাজার মূল্য 6,375 বিলিয়াল মার্কিন ডলার। যা জার্মানির জনপ্রিয় কোম্পানি Volkswagen এর থেকে বেশি। প্রসঙ্গত এই মুহুর্তে Volkswagen এর বাজার মূল্য 5,986 বিলিয়ান মার্কিন ডলার। আর মারুতি সুজুকির ঠিক পরেই BrandZ এর এই লিস্টে 10 নম্বরে আছে Volkswagen।

বাজারে NEXA চেনের ডিলারশিপ লঞ্চ করেই এই লিস্টে জায়গা করে নিয়েছে ভারতের কোম্পানিটি। এমনটাই মত BrandZ এর। ভারতের বিশাল বাজারে কম দামে বিলাসবহুল গাড়ি বিক্রির এই মডেলের জন্যই ভারতে বিশাল লাভ করেছে মারুতি সুজুকি। ছোট গাড়ি ছাড়াও SUV সেগমেন্টে নতুন গাড়ি লঞ্চ করে বিশাল লাভ করেছে ভারতের এক নম্বর কোম্পানিটি। প্রসঙ্গত বিশ্ব বাজারে এই মুহুর্তে বিক্রি হচ্ছে কোম্পানির SUV Vitara Brezza মডেলটি।

(এক টানা 6 বছর এই লিস্টে শীর্ষস্থান অধিকার করল Toyota)
এই লিস্টে এক নম্বরে আছে জাপানের কোম্পানি Toyota। এক টানা 6 বছর এই লিস্টে শীর্ষস্থান অধিকার করল জাপানের এই কোম্পানিটি। এই মুহুর্তে Toyota র বাজার মূল্য 29,987 বিলিয়ান মার্কিন ডলার। যা গত বছরের থেকে 5% বেশি বলে জানানো হয়েছে। এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানির বিলাশবহুল গাড়ি সংস্থা Mercedes-Benz। জার্মানির এই কোম্পানি গত এক বছরে 9% বৃদ্ধি পেয়ে এখন বাজার মূল্য হয়েছে 25,684 বিলিয়ান মার্কিন ডলার। এই লিস্টে তৃতীয় স্থানে রয়েছে আর এক জনপ্রিয় জার্মান কোম্পানি BMW। এই মুহুর্তে তাদের বাজার মূল্য 25,624 বিলিয়ান মার্কিন ডলার। এই লিস্টে Ford একমাত্র কোম্পানি যাদের বাজার মূল্য গত এক বছরে কমেছে। এখন Ford এর বাজার মূল্য 12,742 বিলিয়ান মার্কিন ডলার।

(উল্লেখযোগ্য ভাবে এই লিস্টে স্থান পেয়েছে ইলেক্ট্রিক বিলাশবহুল গাড়ি কোম্পানি Tesla)
উল্লেখযোগ্য ভাবে এই লিস্টে স্থান পেয়েছে ইলেক্ট্রিক বিলাশবহুল গাড়ি কোম্পানি Tesla। এখন তাদের বাজারমূল্য 9,415 বিলিয়ান মার্কিন ডলার। মারুতি সুজুকির ঠিক এক ধাপ আগে এই লিস্টে 8 নুম্বরে রয়েছে Tesla। এছাড়াও এই লিস্টে পঞ্চম স্থানে রয়েছে Honda, ছয় নম্বরে Nissan আর আসাত নম্বরে রয়েছে Audi।
Source: BrandZ Survey/Kantar Milward Brown