করোনা প্রভাবে ১০ হাজারের নিচে নামল নিফটি, গত ৩০ মাসের মধ্যে সর্বনিম্ন: ১০ তথ্য
Thursday March 12, 2020করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বৃহস্পতিবার বড়সড় ক্ষতির মুখ দেখল দেশের শেয়ার বাজার (Share Market), গত দু'বছরের মধ্যে এই প্রথমবার নিফটির (Sensex Nifty) ৫০ টি বেঞ্চমার্ক সূচক ১০ হাজারেরও নিচে নেমে গেছে। ওই মারণ ভাইরাসের (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইউরোপ থেকে আগত পর্যটকদের উপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এরপরেই বিশ্বের বাণিজ্য বাজারে পড়ল বড়সড় প্রভাব, শেয়ার কেনাবেচা (Stock Market) সাময়িকভাবে প্রায় স্থগিত হয়ে যাওয়ায় তার প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও। S&P BSE Sensex বৃহস্পতিবার বাজার খোলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই ১,৮২১.২৭ পয়েন্ট হ্রাস পেয়ে ৩৩,৮৭৬.১৩ তে পৌঁছে যায়। ওদিকে NSE Nifty-এর বেঞ্চমার্ক বুধবার বাজার বন্ধের সময়কার তুলনায় ৫৪১.৮৫ পয়েন্ট কমে ৯,৯১৬.৫৫ পয়েন্টে চলে গেছে।
সেভিংস অ্যাকাউন্টে মাসিক ন্যূনতম ব্যালেন্স রাখার পদ্ধতি তুলে দিল এসবিআই
Wednesday March 11, 2020এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার এই ঘোষণা করে জানান, ‘‘এই ঘোষণা আমাদের মূল্যবান গ্রাহকদের মুখে হাসি ও আনন্দ ফিরিয়ে আনবে।’’
ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমাল এসবিআই
Edited by Sandeep Singh | Wednesday March 11, 2020ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি কমল গৃহ ঋণ ও যানবাহন ঋণের ক্ষেত্রেও সুদের হার। বুধবার এই ঘোষণা করল এসবিআই। ১০ মার্চ থেকেই এটি কার্যকরী হিসেবে ধরা হবে। এক সংবাদমাধ্যম বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে, এমসিএলআর ১০-১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই। অর্থাৎ আগে যা ছিল ৭.৮৫%, পরিবর্তিত হারে তা হয়ে দাঁড়িয়েছে ৭.৭৫%। এর ফলে এমসিএলআর-এর সঙ্গে সম্পর্কযুক্ত গৃহ ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তিতে ৩০ বছরের ঋণে প্রতি ১ লক্ষ টাকায় ৭ টাকা কমবে। আবার যানবাহন ঋণের ক্ষেত্রে ৭ বছরের ঋণে প্রতি ১ লক্ষে কমবে ৫ টাকা।
অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ইয়েস ব্যাংকের গ্রাহকরা
Tuesday March 10, 2020সংকটময় (Yes Bank Crisis) পরিস্থিতিতে গ্রাহকদের জন্যে নয়া ঘোষণা করল ইয়েস ব্যাংক। কর্তৃপক্ষ (Yes Bank) জানিয়েছে, এবার গ্রাহকরা আইএমপিএস (IMPS), এনইএফটির (NEFT) মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ক্রেডিট কার্ডের (credit card) পাওনা এবং লোনের টাকা মেটাতে পারবেন। মঙ্গলবার সকালে টুইটারে একটি পোস্টে ইয়েস ব্যাংক বলেছে যে, গ্রাহকরা এখন তাঁদের তাৎক্ষণিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমেও প্রয়োজনীয় অর্থ লেনদেন করতে পারবেন। "অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঋণ"-ও নিতে পারবেন গ্রাহক, জানিয়েছে ইয়েস ব্যাংক কর্তৃপক্ষ।
“এক সপ্তাহে” উঠে যেতে পারে ইয়েস ব্যাঙ্কের টাকা তোলার ঊর্দ্ধসীমা: এসবিআই চেয়ারম্যান
Monday March 09, 2020এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হতে পারে ইয়েস ব্যাঙ্কের টাকা তোলার ঊর্দ্ধসীমা, সোমবার NDTV কে এমনটাই বললেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার। NDTV এর সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে এসবিআই চেয়ারম্যান বলেন, “ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের আমি আশ্বস্ত করতে চাই যে, একবার আমরা যখন পদক্ষেপ করেছি, অর্থ নিয়ে তাঁদের কোনও উদ্বেগের কারণ নেই...আর্থিক প্রক্রিয়া কাজ করছে”। বেসরকারি ব্যাঙ্কটির সঙ্কট কাটাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের বোর্ডও বাতিল করা হয়েছে এবং গত সপ্তাহে টাকা তোলায় সীমা বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকরা।
ইয়েস ব্যাংকের শেয়ার কিনতে চায় এসবিআই, সোমবারের মধ্যে করতে হবে আবেদন
Saturday March 07, 2020ইয়েস ব্যাংকের আর্থিক অবস্থার শোচনীয় পরিস্থিতি দেখে আসরে নেমেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওই ব্যাংকটি যাতে ফের ঘুরে দাঁড়াতে পারে তার জন্যে নির্দিষ্ট পরিকল্পনামাফিক কাজ করতে চান তাঁরা, শুক্রবারই জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান রজনীশ কুমার শনিবার জানান, ইয়েস ব্যাংকের পুনর্গঠন পরিকল্পনায় আরবিআইয়ের পাশে থেকে ওই ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার (SBI on Yes Bank Stake) কিনে নিতে চান তাঁরা। এই বিষয়ে এসবিআই (State Bank of India) আগামী সোমবারের মধ্যে আরবিআইয়ের কাছে আবেদন করবে। মূলধন সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংক (Yes Bank) থেকে ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞা জারি করে ভারতের শীর্ষ ব্যাংক (RBI)। ২০২০ এর ৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নিয়ম লাগু থাকবে বলে জানায় আরবিআই। নয়া ওই ঘোষণার পর ইয়েস ব্যাংকের শেয়ার বাজারে ধস নামে, ৮৫ শতাংশ কমে যায় তাদের শেয়ারের দাম।
ইয়েস ব্যাংকের "আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে", আশ্বাস দিলেন অর্থমন্ত্রী
Friday March 06, 2020"আমানতকারীদের অর্থ সুরক্ষিত থাকবে", ইয়েস ব্যাংকের গ্রাহকদের এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ব্যাংকের সঙ্কটে প্রয়োজনে পাশে দাঁড়াবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আশ্বাস দিলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসও। মূলধন সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাংক (Yes Bank) থেকে ৫০ হাজার টাকার বেশি তোলার উপরে বৃহস্পতিবারই নিষেধাজ্ঞা জারি করে ভারতের শীর্ষ ব্যাংক। ২০২০ এর ৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নিয়ম লাগু থাকবে বলে জানায় আরবিআই। নয়া ওই ঘোষণার পর ইয়েস ব্যাংকের শেয়ার বাজারে (Yes Bank Share Price) ধস নামে, ৮৫ শতাংশ কমে যায় তাদের শেয়ারের দাম। ইয়েস ব্যাংকের (Yes Bank News) এই পরিস্থিতি নিয়ে আরবিআইয়ের গভর্নরকে শুক্রবার প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা দ্রুত পদক্ষেপ নেব ... এবং এই ব্যাংককে বাঁঁচানোর জন্যে আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।"
করোনা ভাইরাসের আক্রমণে ধুঁকছে শেয়ার বাজার, ১,৩০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটির পতন ১১,০০০
Friday March 06, 2020করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে শেয়ার বাজারেও। চিনে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশগুলিতেও সেটি ছড়িয়ে পড়ায় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ভারতীয় শেয়ার বাজারেও (Share Market) করানো-প্রভাবে সূচক নিম্নমুখী। শুধু তাই নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন শেয়ার বাজারের সাম্প্রতিক এই মন্দা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে ভারতীয় বাণিজ্যে। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ার সূচকে পতন (Sensex Nifty) দেখা যায়, BSE Sensex ১,৩০০ পয়েন্ট কমে গিয়ে ৩৭,১৮০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, ওদিকে SGX Nifty ৩৮৫ পয়েন্ট কমে বর্তমানে হয়েছে ১০,৮৮১ পয়েন্ট।
৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না এই ব্যাঙ্কের গ্রাহকরা, নয়া আইন লাগু
Thursday March 05, 2020ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) গ্রাহকদের টাকা তোলার (Withdrawal Limit) ঊর্দ্ধসীমা ৫০,০০০ করার ঘোষণা করল সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ এর ৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নিয়ম লাগু থাকবে। সরকারের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কের “কাজকর্মের সূচনা এবং কাজ চালিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবেই” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইপিএফের সুদের হার ৮.৬৫% কমে হল ৮.৫০%, প্রভাব পড়বে ৬ কোটি কর্মচারীর উপর
Thursday March 05, 2020EPF Interest rate: বর্তমানে কেন্দ্রীয় সরকার বার্ষিক ভিত্তিতে ইপিএফের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার পর্যালোচনা করে, এর আগে সুদের হার কমার ইঙ্গিত মিলেছিল