মহার্ঘ ভাতা না বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুক সরকার, উঠল দাবি
Friday April 24, 2020কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) না বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক সরকার, দেশ জুড়ে উঠছে এমন দাবি। এই প্রসঙ্গে ভারতীয় রেলের বৃহত্তম কর্মচারী সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র NDTV-কে বলেন, সরকারের উচিত ডিএ (DA) না বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং তা প্রত্যাহার করা। একটি ভিডিও বার্তায় তিনি বলেন যে, "ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত একটা বড় ভুল। গড় হিসাবে দেখতে গেলে এর ফলে সামগ্রিক ভাবে রেলের কর্মচারীদের বেতনের পরিমাণ প্রায় দেড় মাস কমে যাবে। এই সিদ্ধান্তে যাঁরা পেনশন পান তাঁরাও ক্ষতির মুখোমুখি হবেন।"
চার মাসের ২৫% বেতন ছাঁটতে চলেছে ওয়ো, ছুটিতে পাঠানো হচ্ছে কর্মীদের
Agencies | Thursday April 23, 2020যদিও চলতি মাসের প্রথমে কর্মীদের প্রতি আশ্বাসবাণী শুনিয়েছিলেন ওয়োর প্রতিষ্ঠাতা রিতেশ আগরয়াল। তিনি বলেছিলেন, বিশ্বব্যাপী মন্দা ও বেকারত্বের পরিবেশ বাড়লেও আমরা কর্মীদের অধিকার সুনিশ্চিত রাখব। সংস্থার অধীনস্ত ১০ হাজারের বেশি কর্মীর যাতে বেতন সঙ্কোচন না হয়, তা নিশ্চিত করা হবে
করোনা পরিস্থিতিতে আয়কর জমায় অতিরিক্ত সময়, সংশোধন করা হবে 'রিটার্ন ফর্ম'
Wednesday April 22, 2020ভারতের COVID- 19 সংক্রমণ পরিস্থিতিতে আয়কর জমা (Income Tax Return) দেওয়ার তারিখ বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে দেরিতে আয়কর (I-T Return) জমা দেওয়ার ক্ষেত্রে বদলাতে হবে ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম। এপ্রিলের শেষেই মিলবে সেটি।
২০২১-২২ অর্থবর্ষে ভারতে বৃদ্ধির সম্ভাব্য হার অন্যদের তুলনায় বেশি: শক্তিকান্ত দাস
Friday April 17, 2020করোনা ভাইরাসের (Coronavirus) কবলে এখন প্রায় গোটা বিশ্ব। এই মারণ ভাইরাসের হাত থেকে রেহাই মেলেনি ভারতেরও। দেশে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। করোনা পরিস্থিতি থেকে বাঁচতে বর্তমানে দেশ জুড়ে লকডাউন চলছে। দেখা গেছে, বিশ্বের যে দেশগুলো আগে থেকেই লকডাউন করেছে তাদের COVID-19 সংক্রমণের সংখ্য়া তুলনায় কম। সেই একই পথে হেঁটেছে ভারতও, কিন্তু দেশের মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে স্বাভাবিকভাবেই। তবে তার মধ্য়েও ভারত ভালো জায়গায় রয়েছে, এমন দাবিই করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor) বলেছেন, করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে যেখানে অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে সেখানে জি-২০ দেশগুলোর মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময়
Thursday April 16, 2020করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ এড়াতে দেশ জুড়ে লকডাউন চলছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত চলবে এই বিধিনিষেধ (Lockdown)। ফলে ঘরবন্দি প্রায় সকলেই। এরই মধ্যে স্বাস্থ্য বা গাড়ির বিমা যাঁদের আছে তাঁরা কীভাবে তাঁদের বিমা (Insurance) পুনর্নবীকরণ করবেন তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার তাঁদের রেহাই দিয়ে নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হবে প্রত্যেককে।
করোনার প্রভাব, মার্চ মাসে পাইকারি মুদ্রাস্ফীতি হ্রাস পেয়ে হল ১%
Wednesday April 15, 2020তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৭.৭৯ শতাংশের তুলনায় গত মাসে পাইকারি খাদ্যের মুদ্রাস্ফীতি ৪.৯১ শতাংশে এসে দাঁড়িয়ে ছিল
করোনা পরবর্তী পর্যায়ে দেশের আর্থিক ভবিষ্যৎ কী, দেখে নিন আরবিআইয়ের ইঙ্গিত
Thursday April 09, 2020তবে বাজারে নগদের জোগান চালু রাখতে একাধিক সিদ্ধান্ত মার্চে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার মধ্যে অন্যতম রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানো। ব্যাঙ্ক আর জনগনের হাতে নগদের জোগান বাড়াতে করখাতে ও ইএমআই ক্ষেত্রে একাধিক বিধি লাঘব করা হয়েছে।
৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে সমস্ত বকেয়া ফেরৎ প্রকাশ করা হবে খুব শীঘ্রই
Wednesday April 08, 2020এছাড়াও, সমস্ত বকেয়া জিএসটি এবং শুল্ক ফেরৎও প্রকাশ করা হবে, যার ফেল উপকৃত হবেন প্রায় ১ লক্ষ ব্যবসায়ী
ওষুধ কোম্পানিগুলোর শেয়ারে ঊর্ধ্বগতি, সেনসেক্স একলাফে বাড়ল ২,০০০ পয়েন্ট
Tuesday April 07, 2020Sensex Nifty: গত মাসে ২৪ টি ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার, সেই নির্দেশ প্রত্যাহারের পরেই ওষুধ কোম্পানিগুলোর সূচক ১০.২ শতাংশ বেড়ে গেল
করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চে কর্মসংস্থানের হার সর্বাপেক্ষা কম, বলছেন বিশেষজ্ঞরা
Edited by Sandeep Singh | Tuesday April 07, 2020CMIE জানিয়েছে, দেশের কর্মসংস্থান বিপুল হারে হ্রাস পেয়েছে, জানুয়ারিতে যেখানে ছিল ৪২.৯৬ শতাংশ, সেখানে মার্চে তা কমে ৪১.৯০ শতাংশে দাঁড়িয়েছে 2nd Excerpt- মঙ্গলবার মুম্বইয়ে অবস্থিত দেশের অর্থনৈতিক থিংক-ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) জানিয়েছে, ভারতের কর্মসংস্থানের (Employment) হার মার্চ মাসে সর্বকালের সর্বনিম্ন অবস্থায় গিয়ে ঠেকেছে। ওই সংস্থা তার সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, সক্রিয় কর্মীদের শ্রমে অংশগ্রহণের হার বা এলপিআর এই প্রথম ৪২ শতাংশের নিচে নেমে গেছে। মার্চ মাসে দেশের শ্রমিকদের কাজে অংশগ্রহণের হার কমে দাঁড়িয়েছে ৪১.৯০ শতাংশ। এই সময় দেশে কাজ হারিয়েছেন (Joblessness) বহু মানুষ। ফলে দেশে এই সময় কর্মসংস্থানে হার এসে দাঁড়িয়েছে সর্বকালের সর্বনিম্ন ৩৮.২০ শতাংশে। দেশে করোনা (Coronavirus) সংক্রমণের বাড়বাড়ন্তে রোধে টানা ২১ দিনের লকডাউন চলছে। ফলে বন্ধ সমস্ত অফিস এবং কলকারখানা সহ যাবতীয় কর্মসংস্থা। মনে করা হচ্ছে এই লকডাউনের ফল সর্বকালের সর্বনিম্ন এই কর্মসংস্থানের হার।