
জুন মাসের পাইকারি মুদ্রাস্ফীতি সূচক ৬.০৯%।
অর্থ মন্ত্রকের উদ্বেগ বাড়িয়ে জুন মাসে বাড়ালো গ্রাহক মুদ্রাস্ফীতি সূচক। মার্চে এই সূচক ছিল ৫.৮৪%। শেষ ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন পর্যন্ত হিসেবে বেড়ে দাঁড়াল ৬.০৯%। এই গ্রাহক মুদ্রাস্ফীতি সূচককে পাইকারি মুদ্রাস্ফীতি সূচকও বলা হয়। যদিও, অপর্যাপ্ত পরিসংখ্যানের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান মন্ত্রক। এমনটাই সূত্রের খবর। দুই মাস যাবৎ লকডাউনের জেরে কৃষি ও অর্থমন্ত্রকের তরফে তথ্য সংগ্রহ বাধাপ্রাপ্ত। জানা গিয়েছে, রয়টার্সের সামগ্রিক সমীক্ষা দাবি করেছিল, জুন মাসের পাইকারি মুদ্রাস্ফীতি ৫.৩০০% হবে। কিন্তু প্রকাশিত তথ্যে চিত্রটা অন্য। তবে, জুন মাসের খাদ্য সূচক ৯.২০% থেকে ৭.৮৭%-এ নেমেছে। এটাই আশার খবর অর্থমন্ত্রকে।