Profit

ডলারের প্রেক্ষিতে টাকার দাম ফের কমে দাঁড়াল 72.91, জেনে নিন এই বিষয়ক 10টি তথ্য

টাকার দাম সর্বকালের প্রেক্ষিতে কমে হয়েছে 72,91,

 Share
EMAIL
PRINT
COMMENTS
ডলারের প্রেক্ষিতে টাকার দাম ফের কমে দাঁড়াল 72.91, জেনে নিন এই বিষয়ক 10টি তথ্য

INR Vs USD: বুধবার ফরেক্স মার্কেটে দাম পড়ল দেশীয় টাকার। টাকার দাম সর্বকালের প্রেক্ষিতে কমে হয়েছে 72,91

নিউ দিল্লি:  বুধবার ফরেক্স মার্কেটে দাম পড়ল দেশীয় টাকার। টাকার দাম সর্বকালের প্রেক্ষিতে কমে হয়েছে 72,91, তার ঠিক আগের দিনই ডলারের যাত্রা শুরু হয় 72,87 থেকে। অশোধিত তেলের দাম এবং বিদেশী মূলধনের প্রভাব বৃদ্ধির ঘটেছে হু হু করে। ফলত ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার দাম কমেছে 22 পয়সা করে, জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। বাণিজ্যিক যুদ্ধ, ডলারের ক্রমবর্ধমান চাহিদা, অপরিশোধিত তেলের ব্যাপক দাম দেশীয় মুদ্রার দাম কমিয়ে ফেলেছে, পিটিআই প্রতিবেদনে জানানো হয়েছে।
এখানে টাকা ও ইউএসডি’র দাম সম্পর্কিত কিছু তথ্য রইল:

1. মঙ্গলবার টাকার দাম ছিল 72,75। যা সর্বকালের কম। ক্লোজিং এর সময় তা হয়ে দাঁড়ায় 72,70।

2. এই মাসে একাধিকবার কমেছে টাকার দাম। এশিয়ান মুদ্রা এই বছর সব থেকে খারাপ অবস্থার সম্মুখীন।

3. সংবাদ সংস্থা রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, এই বছর 12 শতাংশ পর্যন্ত কমেছে টাকার দাম।

4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) টাকার দামের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বৈদেশিক মুদ্রার বাজারের সঙ্গে বিষয়টি নিরীক্ষণ করছে। সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, এই তদারকির ফলে বৈদেশিক আগস্ট মাসে হয়ে দাঁড়ায় 400 বিলিয়ন ডলার মাত্র।

5. কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি এইবার গত পাঁচ বছরের চেয়েও বেশি। ফলত ব্যালেন্স অফ পেমেন্টের ভারসাম্য খারাপ থেকে খারাপতর হচ্ছে।

6. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিদেশের ধনী ভারতীয়দের উপর নজর রাখছে।  এর আগে 2013 সালে এভাবেই বৈদেশিক আমদানি বেড়েছিল 34 বিলিয়ন ডলার।

7. রয়টার্স রিপোর্ট অনুযায়ী টাকার এই দাম পড়ার ফলে ভারতীয় বন্ডও ভারসাম্য হারাচ্ছে। অশোধিত তেল এবং অন্যান্য আমদানি করা পণ্যের ব্যয় বাড়িয়ে দেওয়া এই মুদ্রাস্ফীতিজনিত চাপ আরো বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। 10 বছরের এই বন্ড 17 নভেম্বর, 2014তে সর্বোচ্চ 8.19 শতাংশ পর্যন্ত বেড়েছিল।

8. বিদেশিরা এখনও অব্দি ঋণ বাজারে  নেট 6.5 বিলিয়ন বিক্রি করেছেন।

9. ডলারের সূচক বুধবার ছয়টি প্রধান মুদ্রার ক্ষেত্রে 0.15 শতাংশ কম হয়ে বুধবার দাঁড়ায় 95,128।

10. ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল প্রতি ব্যারেল পিছু 69,81 ডলার। তা বেড়ে যায় 56 সেন্ট বা 0.8 শতাংশ। (এজেন্সি ইনপুট সহ)

Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

অধুনা

Highlights

1
এই বছর 12 শতাংশ পর্যন্ত কমেছে টাকার দাম
2
আরবিআই টাকার দামের ভারসাম্য বজায়ে নিয়মিত বৈদেশিক মুদ্রার তদারকি করছে
3
বিদেশিরা এখনও অব্দি ঋণ বাজারে নেট 6.5 বিলিয়ন বিক্রি করেছেন

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top