This Article is From Oct 11, 2019

অগাস্ট মাসে শিল্প উৎপাদন তলানিতে, ঋণাত্মক হারে পৌঁছাল বৃদ্ধি

শিল্প উৎপাদন বা কারখানার উৎপাদন ১.১ শতাংশ ঋণাত্মক হারে হ্রাস পেয়েছে। ২০১৮ সালের শিল্প উৎপাদন সূচক (আইআইপি) ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অগাস্ট মাসে শিল্প উৎপাদন তলানিতে, ঋণাত্মক হারে পৌঁছাল বৃদ্ধি

চলতি বছর অগাস্ট মাসে শিল্প উৎপাদন ১.১ শতাংশ ঋণাত্মক হারে হ্রাস পেয়েছে

পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে শিল্প উৎপাদন সূচকের (আইআইপি) হিসাব অনুসারে শিল্প উৎপাদন বা কারখানার উৎপাদন ১.১ শতাংশ ঋণাত্মক হারে হ্রাস পেয়েছে। ২০১৮ সালের শিল্প উৎপাদন সূচক (আইআইপি) ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

রয়টার্সে প্রকাশিত এক সমীক্ষায় বিশ্লেষকরা অগাস্ট মাসের জন্য শিল্প উৎপাদন ১.৮ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

গত বছর একই সময়ের তুলনায় এপ্রিল-আগস্টে মোট উৎপাদন বৃদ্ধি ২.৪ শতাংশ ছিল।

পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে," ২০১৮ সালের আগস্ট মাসের তুলনায় ২০১৯ সালের আগস্ট মাসে উৎপাদন খাতের ২৩ টি শিল্প গোষ্ঠীর মধ্যে ১৫ টির নেতিবাচক বৃদ্ধি হয়েছে।"

এক আধিকারিকের প্রকাশ করা তথ্য থেকে দেখা গিয়েছে, উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও খনন খাতের দুর্বল শোয়ের কারণে আগস্টে কারখানার উৎপাদন প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ০.৯ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর ৭.৬ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি হয়েছিল। গত বছর খনন খাতের প্রবৃদ্ধি ছিল ০.১ শতাংশ।