
নতুন এই বিভাগে প্রথম গাড়ি লঞ্চ হবে Bajaj Qute
হাইলাইটস
- কোয়াড্রিসাইকেল বিভাগে আসতে হলে গাড়ির ওজন 475 কেজির কম হতে হবে
- পেট্রল ও ডিজেলে চলা গাড়িগুলিকে পাশ করতে হবে ইমিশান টেস্ট
- নতুন এই বিভাগে প্রথম গাড়ি লঞ্চ হবে Bajaj Qute
কোয়াড্রিসাইকেল নামে নতুন ছোট গাড়ির বিভাগ তৈরী করল ভারত সরকারের সরক পরিবহন দপ্তর। একাধিক ছোট ব্যাক্তিগত ও ব্যাবসায়ী গাড়ি এই বিভাগে পড়বে বলে জানা গিয়েছে। তবে এর জন্য একাধিক শর্ত মানতে হবে সেই গাড়িকে। এর মধ্যেই অন্যতম ক্র্যাশ টেস্ট পাশ করা। ভারত সরকারের আটোমোটিভ সিসার্চ অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া এই নিয়মগুলি খতিয়ে দেখবে। নতুন এই বিভাগে প্রথম গাড়ি লঞ্চ হবে Bajaj Qute। নতুন এই বিভাগ তৈরীর জন্য অনেকদিন ধরেই আবেদন জানাচ্ছিল বাজাজ অটো। ইউরোপ ও বিশ্বের অন্যন্য অনেক দেশেই ছোট গাড়ির এই বিভাগ থাকলেও ভারতে এতদিন এই বিভাগ ছিল না। তবে নতুন এই গাড়িগুলিতে কত GST হবে, বা রেজিষ্ট্রেশানের নিয়ম সম্প্ররকে কিছুই জানায়নি যারপ্ত সরকার।

নতুন এই কোয়াড্রিসাইকেল বিভাগে আসতে হলে গাড়ির ওজন 475 কেজির কম হতে হবে। তবেগাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এছাড়াও ক্র্যাশ টেস্ট পাশ করতে হবে এই গাড়িগুলিকে। এর সাথেই পেট্রল ও ডিজেলে চলা গাড়িগুলিকে পাশ করতে হবে ইমিশান টেস্ট। এছাড়াও ইলেকট্রিক কোয়াড্রিসাইকেল গাড়িগুলিকে রাস্তায় নামার আগে একগুচ্ছ অন্য পরীক্ষা পাশ করতে হবে।

বহুদিন ধরেই এই গাড়ির পক্ষে সিপ্রিম কোর্টে সওয়াল করছিলেন বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার কোয়াড্রিসাইকেল ভারতের রাস্তায় চলে আসার পরে উঠছে অন্য এক প্রশ্ন। ইউরোপে 16-18 বছরের যুবকদের এই গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। তবে কি এবার ভারতেও এই বয়সের যুবকদের এই গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে?