This Article is From Apr 30, 2020

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি! ভোডাফোন-আইডিয়াকে ৭৩৩ কোটি ফেরাবে আয়কর দফতর

এর বাইরে আর কোনও দাবি সংক্রান্ত আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। বুধবার রায়ে এমনটাই উল্লেখ করেছে শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি! ভোডাফোন-আইডিয়াকে ৭৩৩ কোটি ফেরাবে আয়কর দফতর

নির্দেশে ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, যত দ্রুত সম্ভব   পরিশোধ পদ্ধতি শুরু করুক আয়কর দফতর

নয়াদিল্লি:

সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মিলেছে টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার(Vodafone-Idea)। আয়কর দফতরকে ওই সংস্থার মোট প্রাপ্য থেকে ৭৩৩ কোটি টাকা মেটাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । ভোডাফোন আইডিয়া সূত্রে খবর, আয়কর দফতর থেকে মোট ৪ হাজার ৭০০ কোটি টাকা প্রাপ্য তাদের। যদিও মোট প্রাপ্য ফেরানো সংক্রান্ত ভোডাফোন -আইডিয়ার দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে উল্লিখিত অর্থ আগামী ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে আয়কর দফতরকে (IT Department) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত ও বিনীত সারনের ডিভিশন বেঞ্চ রায়ে বলেছে, "২০১৪-১৫ আর্থিক বর্ষের হিসেবে ভোডাফোন-আইডিয়া ৭৩৩ কোটি টাকা পাওয়ার যোগ্য। সেই মর্মে ১৪৩ (৩) ধারায় নির্দেশ দেওয়া হল। আর ২০১৫-১৬ বর্ষের হিসেবে ৫৮২ কোটি টাকা পরিশোধের দাবি করা হয়েছে।" 

পাশাপাশি সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, যত দ্রুত সম্ভব   পরিশোধ পদ্ধতি শুরু করুক আয়কর দফতর। পাশাপাশি ২০১৬-১৭ আর ২০১৭-১৮ আয়ের প্রেক্ষিতে স্ক্রুটিনি শুরু করা হোক। এর বাইরে আর কোনও দাবি সংক্রান্ত আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। বুধবার রায়ে এমনটাই উল্লেখ করেছে শীর্ষ আদালত। 

.