
PAN-Aadhaar card linking: প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নতুন সময়সীমা হ'ল ৩১ ডিসেম্বর।
PAN বা Permanent Account Number-এর সঙ্গে Aadhaar number যুক্ত করার জন্য নির্ধারিত তারিখ তিন মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। একটি বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রক জানিয়েছে যে, প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নতুন সময়সীমা হ'ল ৩১ ডিসেম্বর। জনগণের জন্য এই দু'টি নম্বর সংযুক্ত করার জন্য এই নিয়ে সাতবার সময়সীমা বাড়াল সরকার। শেষ এই সময়সীমা বাড়ানো হয় এই বছরের মার্চ মাসে। তখন সরকার আধার প্যান সংযুক্তির শেষ তারিখটি ছয় মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে দেয়। সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বরে সরকারের ফ্ল্যাগশিপ আধার প্রকল্পকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছিল এবং জানিয়েছিল যে আয়কর রিটার্ন দাখিল ও প্যান বরাদ্দের জন্য স্বতন্ত্র পরিচয় নম্বর উদ্ধৃত করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে সরকার আয়কর বিধি অনুসারে প্যানের সঙ্গে আধার পরিবর্তনের অনুমতি দিয়েছে। অর্থাৎ এখন প্যানের পরিবর্তে আধার দিয়েই আয়কর রিটার্ন দাখিল করা যেতে পারে।
CBDT extends the date for linking PAN & Aadhaar from 30th September, 2019 to 31st December, 2019. Notification issued on 28.09.2019. pic.twitter.com/XlWlDe136r
Income Tax India (@IncomeTaxIndia) September 28, 2019
এই মাসের শুরুতেই, আয়কর বিভাগের শীর্ষ নীতি নির্ধারণকারী সংস্থা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড জানিয়েছিল, এই জাতীয় ক্ষেত্রে একটি প্যান স্বয়ংক্রিয়ভাবে উত্পন্ন হবে। প্যান হ'ল একটি ১০ সংখ্যা-বর্ণযুক্ত বা আলফানিউমেরিক সনাক্তকরণ নম্বর যা দিয়ে একজন ট্যাক্স প্রদানকারীর সঙ্গে করগ্রহীতার আর্থিক লেনদেনের সংযোগ স্থাপন হয়। আধার হ'ল ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (ইউআইডিএআই) দ্বারা জারি করা ১২-ডিজিটের শনাক্তকরণ নম্বর।