Profit

এক ধাক্কায় ৪০৫ টাকা পড়ল সোনার দাম জেনে নিন ৫ টি গুরুত্বপূর্ণ তথ্য

এক ধাক্কায়  ৪০৫ টাকা পড়ল সোনার দাম। ১০ গ্রাম সোনার নতুন দাম ৩২ হাজার ৩৮৫ টাকা। এআইএসএ-কে উদ্ধৃত করে  এ কথাই জানিয়েছে  সংবাদ সংস্থা পিটিআই।

 Share
EMAIL
PRINT
COMMENTS
এক ধাক্কায় ৪০৫ টাকা পড়ল সোনার দাম জেনে নিন ৫ টি গুরুত্বপূর্ণ তথ্য

সোনার এই দামটা গত চার মাসের মধ্যে সবচেয়ে কম।


হাইলাইটস

  1. । ১০ গ্রাম সোনার নতুন দাম ৩২ হাজার ৩৮৫ টাকা
  2. প্রতি কেজি রুপোর দাম ১০৪ টাকা কমে হয়েছে ৩৮ হাজার ২৪৬ টাকা
  3. বিশেষজ্ঞরা বলছেন দেশের মধ্যে চাহিদায় ঘাটতি থাকাতেই সোনার দাম পড়েছে

এক ধাক্কায়  ৪০৫ টাকা পড়ল সোনার দাম। ১০ গ্রাম সোনার নতুন দাম ৩২ হাজার ৩৮৫ টাকা। এআইএসএ-কে উদ্ধৃত করে এ কথাই জানিয়েছে  সংবাদ সংস্থা পিটিআই। অন্যদিকে দাম কমেছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম ১০৪ টাকা কমে হয়েছে  ৩৮ হাজার ২৪৬ টাকা। বিশেষজ্ঞরা বলছেন দেশের মধ্যে চাহিদায় ঘাটতি থাকাতেই সোনার দাম পড়েছে। তাছাড়া গোটা বিশ্বের বাজারেই বিনিয়োগের অন্য পথগুলিতে বেশি করে লাভবান হওয়ার সুযোগ থাকছে বলে সোনা কেনার আগ্রহ কমেছে। সেটা দাম পড়ার অন্যতম বড় কারণ।            

  সোনা ও রুপোর দাম  নিয়ে ৫টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে  নিন :

1. সোনার এই দামটা গত চার মাসের মধ্যে সবচেয়ে কম। বাজার খোলার পর বৃহস্পতিবার সকালের দিকেই খবর আসে ইউরোপের দেশগুলির বাজারে কিছুটা চাপ তৈরি হয়েছে। তার প্রভাব ভারতীয় বাজারে পড়ে।               

2. স্পট গোল্ডের দাম আউন্স প্রতি ০. ২ শতাংশ বেড়েছে।   

3. দিল্লিতে ৯৯.৯ শতাংশ শুদ্ধ  সোনার দাম ৩২ হাজার ৩৮৫ টাকা। আবার ৯৯.৫ শতাংশ শুদ্ধ সোনার দাম ৩২ হাজার ২২৫ টাকা।

4. সোনার বন্ড (এসবিএস )- ও ১০০ টাকা করে পড়েছে।

5. ১০০ টি রুপোর কয়েনের কেনার দাম ৮০ হাজার টাকা আর বিক্রির দাম ৮১ হাজার টাকা।

(সংবাদ সংস্থার তথ্য সংযোজিত হয়েছে)

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top